তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
azadi ka amrit mahotsav

হকি কিংবদন্তি মেজর ধ্যান চাঁদের জন্ম জয়ন্তী উদযাপন করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ‘খেল উৎসব ২০২৪’-এর আয়োজন করেছে

মন্ত্রকের ২০০-রও বেশি কর্মী এই ‘খেল উৎসব ২০২৪’-এ উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশ নিয়েছে

Posted On: 06 SEP 2024 10:52AM by PIB Agartala

নয়াদিল্লি, ০৬ সেপ্টেম্বর, ২০২৪: হকি কিংবদন্তি মেজর ধ্যান চাঁদের জন্ম জয়ন্তী উদযাপন এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ধারাবাহিক কার্যক্রম জাতীয় ক্রীড়া দিবস ২০২৪ উদযাপনেই অঙ্গ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রক ‘খেল উৎসব ২০২৪’-এর আয়োজন করছে। এই খেল উৎসব গত ২৭ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত নয়াদিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম ও জ ওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

এবারই এই প্রথম ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলার মতো চারটি খেলাকে নিয়ে টুর্নামেন্টের আযোজন করে। এই ‘খেল উৎসব ২০২৪’-কে ব্যাপকভাবে সফল করার জন্য মন্ত্রকের ২০০-রও বেশি আধিকারিক ও কর্মীরা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেছেন। মন্ত্রক চাইছে খেল উৎসবের আগামী সংস্করণে আরোও বেশি সংখ্যক খেলাকে অন্তর্ভুক্ত করতে।

মেজর ধ্যান চাঁদ ট্রফি প্রদান অনুষ্ঠান ৪ সেপ্টেম্বর নয়াদিল্লির শাস্ত্রী ভবনে পিআইবি-র কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু এবং মন্ত্রকের বরিষ্ঠ আধিগকারিকরা।

***

SKC/SRC/KMD


(Release ID: 2052555) Visitor Counter : 35


Read this release in: English