শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
শ্রম সংক্রান্ত সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টিকে তেজি করার বিষয় সমূহ নিয়ে আলোচনা করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে চন্ডিগড়ে দ্বিতীয় আঞ্চলিক বৈঠকে পৌরহিত্য করবেন সুশ্রী সুবোধা করন্ডলাজে
উত্তর-পূর্বাঞ্চল সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান সংক্রান্ত চন্ডিগড়ে দ্বিতীয় আঞ্চলিক বৈঠকে
Posted On:
05 SEP 2024 11:43AM by PIB Agartala
নয়াদিল্লি, ০৫ সেপ্টেম্বর, ২০২৪: উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সহ পাঞ্জাব, হিমাচল প্রদেশ, লাদাখ, রাজস্থান এবং চন্ডিগড়কে নিয়ে চন্ডিগড়ে শুক্রবার এক আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হবে। শ্রম সংক্রান্ত সংস্কার, ‘অসংগঠিত শ্রমিকদের ই-শ্রম-জাতীয় তথ্যভান্ডার’ (এনডিইউডব্লিউ), ‘ভবন ও অন্যান্য নির্মাণ শ্রমিক’ (বি-ও-সিডব্লিউ) সম্পর্কিত প্রসঙ্গগুলির উপর আলোকপাত করতে এবং সেই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টিকে তেজি করার বিষয় সমূহ নিয়ে আলোচনা করার জন্য এই বৈঠকের আয়োজন করতে চলেছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
এই বৈঠকে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী সুশ্রী সুবোধা করন্ডলাজে এবং কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব শ্রীমতী সুমিতা দাওরা সহ কেন্দ্রীয় সরকারের বরিষ্ঠ আধিকারিকরা বৈঠকে উপস্থিত থাকবেন। সেই সঙ্গে বৈঠকে যোগ দেবেন সংশ্লিষ্ট রাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শ্রম সংক্রান্ত উচ্চ পদস্থ আধিকারিকরা।
বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিয়ে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দেশ জুড়ে যে সব বৈঠক চালিয়ে যাচ্ছে এই বৈঠক হল তারই ধারাবাহিকতার অংশ বিশেষ। এই ধারাবাহিক আঞ্চলিক বৈঠকের প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল গত ৩০-শে আগস্ট বেঙ্গালুরুতে। তাতে যোগ দিয়েছিল দক্ষিণাঞ্চলের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যথাক্রমে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, পুদুচেরি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এই সব ধারাবাহিক আঞ্চলিক বৈঠকগুলি আগামী ৪ অক্টোবর পর্যন্ত অব্যহত থাকবে।
এই সব ধারাবাহিক আঞ্চলিক বৈঠকগুলির মূল সুর একটি তারে বাঁধা এবং তা হল ‘শ্রম কোড’-এর আওতায় ‘একটি বিরতিতে সমাধান’ হিসেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি সংহতি বিশিষ্ট ও সুসমন্বিত খসড়া আইন প্রনয়ণ করতে হবে যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এক অভিন্ন ‘ই-শ্রম পোর্টাল’। আর এর উদ্দেশ্য হল অসংগঠিত অংশের শ্রমিকরা যাতে সামাজিক সুযোগ সুবিধাগুলি সহজেই পেতে পারে তার ব্যবস্থা করা। পাশাপাশি ভবন-ও-নির্মাণ (বি-ও-সি) শ্রমিকদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমুলক প্রকল্পের আওতায় আরোও বেশি সংখ্যায় নিয়ে আসা, এদেরকে কর্মসংস্থানের সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠাগুলির সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেও এই বৈঠকগুলির আয়োজন করছে নিয়ে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। বৈঠকগুলি চলাকালে কর্মসংস্থানের পরিমাপ ও পরিসংখ্যান সংক্রান্ত তথ্যাবলী এবং ‘জাতীয় কর্ম পরিষেবা’ (এন সিএস) সম্পর্কেও আলোচনা করা হচ্ছে।
***
SKC/SRC/KMD
(Release ID: 2052420)
Visitor Counter : 38