স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে আগামীকাল নতুন দিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এন এল এফ টি) এবং অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এ টি টি এফ) প্রতিনিধিদের মধ্যে নিস্পত্তি চুক্তি স্বাক্ষরিত হবে;
চরমপন্থা, হিংসা ও সংঘাত থেকে মুক্ত এক উন্নত উত্তর-পূর্বাঞ্চল গঠন নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণে স্বরাষ্ট্র মন্ত্রক নিরলসভাবে কাজ করে চলেছে
প্রধানমন্ত্রী শ্রী মোদীর নেতৃত্বে সরকার উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে ১২টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে ৩টি ত্রিপুরার সঙ্গে সম্পর্কিত
মোদী সরকারের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের ফলে প্রায় ১০ হাজার মানুষ অস্ত্র পরিত্যাগ করে জীবনের মূলস্রোতে ফিরে এসেছেন
प्रविष्टि तिथि:
03 SEP 2024 4:52PM by PIB Agartala
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর, ২০২৪: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে আগামী ৪ঠা সেপ্টেম্বর নতুন দিল্লিতে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এন এল এফ টি) এবং অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এ টি টি এফ) প্রতিনিধিদের মধ্যে একটি নিস্পত্তি চুক্তি স্বাক্ষরিত হবে। যাবতীয় চরমপন্থা, হিংসা ও সংঘাত থেকে মুক্ত এক উন্নত উত্তর-পূর্বাঞ্চল গঠন নিয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণে স্বরাষ্ট্র মন্ত্রক নিরলসভাবে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে এপর্যন্ত ১২টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে ৩টি চুক্তি ত্রিপুরা রাজ্যের সঙ্গে সম্পর্কিত। মোদী সরকারের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের ফলে প্রায় ১০,০০০ মানুষ অস্ত্র পরিত্যাগ করে জীবনের মূলস্রোতে ফিরে এসেছেন।
***
SKC/KMD
(रिलीज़ आईडी: 2051565)
आगंतुक पटल : 91
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English