পরিবেশ, অরন্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
এক পের মা কে নাম’ প্রচার অভিযানের আওতায় দেশ জুড়ে ৫২ কোটিরও অধিক গাছ লাগানো হয়েছে
প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই প্রচার অভিযানের সূচনা করেন
Posted On:
03 SEP 2024 9:50AM by PIB Agartala
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ূ মন্ত্রী শ্রী ভুপিন্দর যাদব মঙ্গলবার 'এক্স'-এ পোস্ট-করে জানিয়েছেন যে ‘এক পের মা কে নাম’ প্রচার অভিযানের আওতায় সারা দেশ জুড়ে বৃক্ষ রোপন করার ক্ষেত্রে দেশ এক মাইল ফলক অর্জন করেছে। তিনি আরোও জানান, ভারত জুড়ে এই প্রচার অভিযানের মধ্য দিয়ে এখন পর্যন্ত ৫২ কোটিরও অধিক বৃক্ষ চারা রোপন করা হয়েছে।
#एक_पेड़_माँ_के_नाम ‘এক পের মা কে নাম’ প্রচার অভিযানের আরোও একটি মাইল ফলক অর্জন।
প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জি-র উদাত্ত আহ্বানের পর #MissionLiFE অভিযানকে আরো এগিয়ে নিয়ে যেতে এপর্যন্ত ৫২ কোটিরও অধিক বৃক্ষ চারা রোপন করা হয়েছে।
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022815
***
SKC/SRC/KMD
(Release ID: 2051270)
Visitor Counter : 69