নারী ও শিশু কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

‘শি-বক্স পোর্টালে’র সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী

নারী ক্ষমতায়নে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা উপায় শক্তিশালী করবে

Union Minister Launches SHe-Box Portal: Strengthening Workplace Safety for Women empowerment!

Posted On: 02 SEP 2024 12:06PM by PIB Agartala

কর্মক্ষেত্রে মহিলাদের জন্য সুরক্ষা বৃদ্ধির লক্ষ্যে একটি বৃহৎ পদক্ষেপ হিসাবে, কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবীর নেতৃত্বে মন্ত্রক গত ২৯শে আগস্ট নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি নতুন পোর্টাল ‘শি-বক্স পোর্টাল’ চালু করেছেন। কর্মক্ষেত্রে যৌন হয়রানি সম্পর্কিত অভিযোগের নিবন্ধন ও পর্যবেক্ষণ প্রক্রিয়াকে সহজতর করার জন্য কেন্দ্রীভূত প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ওই অনুষ্ঠানে মন্ত্রকের জন্য একটি নতুন ওয়েবসাইটও উন্মোচন করা হয়, যা জনগণের সঙ্গে সরকারের ডিজিটাল জনসংযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

কর্মক্ষেত্রে হয়রানির বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ

ভারত জুড়ে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি রোধে সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ‘শি-বক্স পোর্টাল’। এটি ‘সেন্ট্রালাইজড ডেটা রিপোজিটরি’ বা কেন্দ্রীভূত তথ্যাগার হিসাবে কাজ করবে। পোর্টালটি সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রে গঠিত অভ্যন্তরীণ কমিটি (আইসি)এবং স্থানীয় কমিটি(এলসি)-র তথ্য সংরক্ষণ করবে। এটি মহিলাদের অভিযোগ দায়ের করতে, অভিযোগের অবস্থা পর্যবেক্ষণ করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা অভিযোগগুলির সময়োচিত প্রক্রিয়া গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ  করবে।

শ্রীমতী অন্নপূর্ণা দেবী তাঁর ভাষণে পোর্টালের গুরুত্ব তুলে ধরে বলেন, কর্মক্ষেত্রে মহিলাদের হয়রানির ঘটনা মোকাবিলায় এটি অনেক দক্ষতার সাথে নিরাপদ পদ্ধতি প্রদান করবে। তিনি বলেন, এই উদ্যোগ সারা ভারতে মহিলাদের জন্য একটি নিরাপদ এবং আরও অন্তর্ভুক্তিমূলক কাজের পরিবেশ তৈরির জন্য সরকারের অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যাবার একটি প্রয়াস। তিনি আস্বস্ত করেন যে, পোর্টালটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অভিযোগকারীদের গোপনীয়তা রক্ষার জন্য ব্যক্তিগত তথ্য গোপনীয় থাকে তা নিশ্চিত করা হয়েছে।

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি

২০৪৭ সালে ভারতের স্বাধীনতার শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার মহিলাদের নেতৃত্বে উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছে। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে, সরকার একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরির দিকে গভীরভাবে নজর দিয়েছে, যাতে করে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের হার উন্নত করতে সহায়তা করবে। মহিলাদের যৌন হয়রানি থেকে রক্ষা এবং তাদের অভিযোগগুলির প্রতিকারের প্রচেষ্টার একটি ভিত্তি হলো কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি (প্রতিরোধ, নিষিদ্ধকরণ এবং প্রতিকার)আইন, ২০১৩।

সদ্য চালু হওয়া ‘শি-বক্স পোর্টাল’ এই আইনের বিধানগুলি বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পোর্টালের মধ্য দিয়ে কর্মক্ষেত্র থেকে ওঠা অভিযোগ কেবল নিবন্ধিত করাই নয়, সাথে অভিযোগ নিস্পত্তির প্রক্রিয়া ঘিরে তদারকি ও হয়রানির সমস্যা সমাধানের জন্য একটি শক্তিশালী কাঠামো প্রবর্তন করা হচ্ছে।

মন্ত্রকের নতুন ওয়েবসাইট

‘শি-বক্স পোর্টাল’ ছাড়াও মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটি ডিজিটাল প্ল্যাটফর্মে একটি সমন্বিত চাক্ষুষ পরিচয় তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে, যা জাতীয় এবং বৈশ্বিক দর্শকদের সাথে সরকারের সম্পৃক্ততা বাড়িয়ে তুলবে। যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ক্রমবর্ধমানভাবে নাগরিকদের জন্য যোগাযোগের প্রাথমিক কেন্দ্র হয়ে উঠছে, নতুন ওয়েবসাইট একটি শক্তিশালী এবং আকর্ষণীয় অনলাইন উপস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন

ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ হলো ‘শি-বক্স পোর্টাল’-এর সূচনা। যৌন হয়রানি সম্পর্কিত অভিযোগ নিবন্ধনের জন্য একটি এক-জানালা ব্যবস্থা প্রদানের মাধ্যমে, কাজের অবস্থা বা ক্ষেত্র নির্বিশেষে, পোর্টালটি সারা দেশে মহিলাদের জন্য প্রক্রিয়াটিকে উল্লেখযোগ্যভাবে সহজ করবে বলে আশা করা হচ্ছে। সংগঠিত বা অসংগঠিত ক্ষেত্রের মহিলা শ্রমিক, সরকারি বা বেসরকারি সংস্থা এবং এমনকি গৃহকর্মীদের জন্যও ‘শি-বক্স’ উন্মুক্ত থাকবে।

পোর্টালে হ্যান্ডবুক, প্রশিক্ষণ মডিউল এবং কাউন্সেলিং নথি সহ কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি (প্রতিরোধ, নিষিদ্ধকরণ এবং প্রতিকার) আইন, ২০১৩ সম্পর্কিত সংস্থানগুলির একটি তথ্য ভাণ্ডার রয়েছে। এই সংস্থানগুলি হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় পাওয়া যায় এবং বিনামূল্যে পাওয়া যাবে বা ডাউনলোড করা যাবে। আইন এবং এর বিধানগুলি সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পোর্টালে অনেক ভিডিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

উপসংহার

‘শি-বক্স’ পোর্টাল-এর সূচনা ভারতে মহিলাদের জন্য একটি নিরাপদ এবং আরও ন্যায়সঙ্গত কাজের পরিবেশ তৈরির জন্য সরকারের প্রচেষ্টার একটি বড় পদক্ষেপ বলে চিহ্নিত করা যায়। আইনি কাঠামোর সঙ্গে ডিজিটাল প্রযুক্তি কে একীভূত করে, কর্মক্ষেত্রে হয়রানি মোকাবেলায় মহিলাদের একটি নির্ভরযোগ্য এবং নিরাপদ প্ল্যাটফর্ম রয়েছে বলে নিশ্চয়তা দেবে এই পোর্টাল।  মন্ত্রকের নতুন ওয়েব সাইট সহ এই উদ্যোগটি ২০৪৭ সালে ভারত তার শতবর্ষের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত মহিলাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহায়ক পরিবেশ তৈরির জন্য সরকারের অঙ্গীকারকেই জানান দেয়।

তথ্যসূত্র :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049765

https://shebox.wcd.gov.in/about

https://shebox.wcd.gov.in/assets/usermanual/SheBoxUsermanual_DNO_Registration.pdf

https://x.com/MinistryWCD/status/940906670296670210/photo/2

https://x.com/MinistryWCD/status/1829174669792162018

Please click here to see in PDF 

*** 

SKC/KG/KMD


(Release ID: 2051148) Visitor Counter : 51


Read this release in: English