প্রধানমন্ত্রীর দপ্তর
লাখপতি দিদি কর্মসূচি নারীদের শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী
Lakhpati Didi program has ensured educational, social, economic and political empowerment of women: Prime Minister
Posted On:
29 AUG 2024 3:13PM by PIB Agartala
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন যে লাখপতি দিদিরা স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্র গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করছে।তিনি আরও বলেন, নারীরা যাতে এগিয়ে যেতে পারে, সমৃদ্ধ হতে পারে এবং অগ্রগতির নতুন মাত্রা প্রতিষ্ঠা করতে পারে সেজন্য গত ১০ বছর ধরে নারীদের কল্যাণে অভূতপূর্ব কাজ করা হচ্ছে।কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সামাজিক মাধ্যম 'এক্স'-এর একটি পোস্টের নিরিখে মন্তব্য করে, প্রধানমন্ত্রীর কার্যালয় লিখেছে যে:
"কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান জি লিখেছেন যে লাখপতি দিদিরা স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্র গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করছেন। দেশের নারীরা যাতে এগিয়ে যেতে পারে, উন্নত-সমৃদ্ধ হতে পারে এবং অগ্রগতির নতুন মাত্রা প্রতিষ্ঠা করতে পারে সেজন্য গত ১০ বছর ধরে নারী কল্যাণে অভূতপূর্ব কাজ করা হচ্ছে। নারীদের শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে।"
***
SKC/SG/KMD
(Release ID: 2049919)
Visitor Counter : 39