কেন্দ্রীয় মন্ত্রিসভা

বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের 'বিজ্ঞান ধারা "প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Cabinet approves the Department of Science and Technology scheme namely ‘Vigyan Dhara’

Posted On: 24 AUG 2024 7:27PM by PIB Agartala

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্য কেন্দ্রীয় মন্ত্রিসভা তিনটি মূল প্রকল্পের ধারাবাহিকতা রেখে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের একত্রীভূত একটি স্কিম  'বিজ্ঞান ধারা' অনুমোদন দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রাতিষ্ঠানিক এবং মানব সক্ষমতা বৃদ্ধি, গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং স্থাপনা নামে তিনটি প্রকল্পকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে “বিজ্ঞান ধারা” প্রকল্প।  ২০২১-২০২২ অর্থবর্ষ থেকে ২০২৫-২০২৬ অর্থবর্ষ পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে 'বিজ্ঞান ধারা' প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ১০,৫৭৯.৮৪ কোটি টাকা।
 
'বিজ্ঞান ধারা প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হল দেশে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন প্রক্রিয়াকে শক্তিশালী করার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি বিভিন্ন বিষয়ে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তির উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সুসজ্জিত এবং উন্নতমানের ল্যাব গড়ে তোলার মাধ্যমে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি পরিকাঠামো আরো শক্তিশালী হবে৷  

এই প্রকল্প বাস্তবায়নে যে সমস্ত সুবিধাগুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল আন্তর্জাতিক মানের সুবিধা দেশের ছাত্রছাত্রীদের মধ্যে প্রদান করা ও তাদেরকে অনুপ্রানীত করা। এগুলির মধ্যে অন্যতম হল বিজ্ঞানের মৌলিক গবেষণা, সুস্থায়ী শক্তি, জল ইত্যাদি বিষয়ে গবেষণা এবং আন্তর্জাতিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সহযোগিতামূলক গবেষণার মতো ক্ষেত্রগুলিতে গবেষণার ক্ষেত্রে সঠিক ভাবে কাজে লাগানো। এটি বিজ্ঞান ও প্রযুক্তিকে শক্তিশালী করে বিভিন্ন বিভাগে গবেষনায় উন্নতির দিকে দেশের উদ্ভাবনী শক্তির ভিত্তিকে প্রসারিত করতে মানব সম্পদ তৈরিতেও অবদান রাখবে। বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনে লিঙ্গ সমতা আনার চূড়ান্ত লক্ষ্য নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হবে। এই প্রকল্পটি স্কুল পর্যায় থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সমস্ত স্তরে উদ্ভাবনি কর্মকান্ডের প্রসারের দিকে সরকারের প্রচেষ্টাকে শক্তিশালী করবে। পাশাপাশি সরকার এবং শিল্প সংস্থাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য সহায়তা প্রসারিত করার উদ্যোগ নেওয়া হবে।

বিকশিত ভারত ২০৪৭'-এর দিশা পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য 'বিজ্ঞান ধারা' প্রকল্পের অধীনে প্রস্তাবিত সমস্ত কর্মসূচী ' আগামী ৫ বছরের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবে। এই প্রকল্পের গবেষণা ও উপাদান অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। জাতীয় অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পের বাস্তবায়ন বিশ্বব্যাপী প্রচলিত মানদণ্ড অনুসরণ করবে।

*** 

SKC /KGT/KMD



(Release ID: 2048648) Visitor Counter : 19


Read this release in: English