প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

বায়ুসেনায় কর্মরত বিমান চালক উইং কম্যান্ডার ভার্নন ডেসমন্ড কিয়ানে ভিএম (৩১২১৫)-কে শৌর্য চক্রে সম্মানিত করলেন রাষ্ট্রপতি

Posted On: 14 AUG 2024 3:02PM by PIB Kolkata

নয়াদিল্লি,১৪ অগাস্ট, ২০২৪

 

১. উইং কম্যান্ডার ভার্নন ডেসমন্ড কিয়ানে বায়ু মেডেল সেনা (৩১২১৫) একটি যুদ্ধ বিমান স্কোয়াডে কর্মরত। 

২.  ২০২৩-এর ২৪ জুলাই একটি জাগুয়ার যুদ্ধ বিমান চালানোর সময় তিনি বিমানটির দুটি জায়গায় জ্বালানী  প্রণালীর গোলোযোগের সম্মুখীন হন। বিষয়টি বেশ জটিল এবং বেনজির। এর ফলে বিমানটির দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যেতে পারতো। আগে কখনও এরকম না হওয়ায় মোকাবিলার বিষয়টিও বেশ জটিল হয়ে পড়ে। তা সত্ত্বেও বিমান চালক মতিস্থির রেখে বাঁ দিকের ইঞ্জিনটি বন্ধ করে দেন এবং ডান দিকের ইঞ্জিনটি কাজে লাগিয়ে নিকটবর্তী রানওয়ের দিকে এগিয়ে যেতে থাকেন। কিন্তু ২৫০০ ফুট উচ্চতায় ডান দিকের ইঞ্জিনটিও বিকল হয়ে যায়। বিমানটি সম্পূর্ণ নিয়ন্ত্রনহীন হয়ে জনবহুল গোরক্ষপুর শহরে আছড়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এই সময়, বিমানচালক অসাধারণ দক্ষতায় বিমানটিকে নিয়ন্ত্রণে আনেন, বাঁ দিকের ইঞ্জিনটি ফের চালু করার চেষ্টা করেন এবং তাতে সফল হন। বিমানটিকে নিরাপদে অবতরণ করান তিনি। ফলে বহু মানুষের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। 

৩. অত্যন্ত জটিল এবং ভয়াবহ পরিস্থিতির মোকাবিলায় বিমান চালক যেভাবে মানসিক স্থৈর্য বজায় রেখেছেন, তা এক দৃষ্টান্ত। এর ফলে মূল্যবান জাতীয় সম্পদ রক্ষা পেয়েছে, এড়ানো গেছে প্রাণ ও সম্পত্তি হানি।  

৪. এই অসাধারণ সাহসিকতা এবং দক্ষতার জন্যই উইং কম্যান্ডার ভার্নন ডেসমন্ড কিয়ানে ভিএম-কে ‘শৌর্য চক্র’-এ ভূষিত করা হল। 

    


PG/AC/NS…


(Release ID: 2045525) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi , Tamil