প্রধানমন্ত্রীর দপ্তর

সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতিজির ভাষণ অগ্রগতি ও সুশাসনের একটি পথনির্দেশ উপস্থাপন করেছে: প্রধানমন্ত্রী

Posted On: 27 JUN 2024 3:05PM by PIB Agartala

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বলেছেন, সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতিজির ভাষণ ছিল বিস্তারিত এবং তা অগ্রগতি ও সুশাসনের একটি পথনির্দেশ উপস্থাপনা করেছে। রাষ্ট্রপতির ভাষণের একটি লিংকও শেয়ার করেছেন শ্রী মোদি।

প্রধানমন্ত্রী ‘এক্স’ পোস্টে লিখেছেন:

“সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতিজির ভাষণ ছিল বিস্তারিত এবং তা অগ্রগতি ও সুশাসনের একটি পথনির্দেশ উপস্থাপনা করেছে। এতে ভারত যে অগ্রগতি অর্জন করছে এবং ভবিষ্যতে যে সম্ভাবনা রয়েছে, তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর ভাষণে আমাদের নাগরিকদের জীবনে গুণগত পরিবর্তন সুনিশ্চিত করতে আমাদেরকে যেসব বড় বড় প্রতিকূলতা সম্মিলিতভাবে অতিক্রম করতে হবে, সেগুলোর উল্লেখ রয়েছে।”

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028958

*** 

SKC/AD/KMD



(Release ID: 2029081) Visitor Counter : 9


Read this release in: English