প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

পুনের কম্যান্ড হাসপাতাল দেশের প্রথম সরকারি হাসপাতাল হিসেবে পিজোইলেক্ট্রিক শ্রবণসহায়ক যন্ত্র বসানোর কৃতিত্ব অর্জন করেছে

प्रविष्टि तिथि: 10 APR 2024 5:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৪

 

পুনের কম্যান্ড হাসপাতালের ইএনটি বিভাগ একটি ৭ বছরের শিশুর কানে পিজোইলেক্ট্রিক শ্রবণসহায়ক যন্ত্র বসিয়েছে। শিশুটির কানের বাইরের দিক ও মধ্যভাগে জন্মগত অসঙ্গতি থাকায় তার শ্রবণশক্তি কম ছিল, একদিকের কানে ছিল আংশিক বধিরতা। পুনের কম্যান্ড হাসপাতাল দেশের প্রথম সরকারি হাসপাতাল হিসেবে পিজোইলেক্ট্রিক শ্রবণসহায়ক যন্ত্র বসানোর কৃতিত্ব অর্জন করলো।

কম্যান্ড হাসপাতালের ইএনটি বিভাগ হল এএফএনএস স্বীকৃত স্নায়ু চিকিৎসাকেন্দ্র। বেশ কিছু বছর ধরে এই বিভাগ রোগীদের শ্রবণ সংক্রান্ত নানা রোগের চিকিৎসা করে আসছে। পিজোইলেক্ট্রিক হিয়ারিং ইমপ্ল্যান্ট হল এমন এক ব্যবস্থা, যাতে শ্রবণ প্রতিবন্ধী রোগীদের শ্রবণশক্তি বাড়ানোর জন্য একটি চিকিৎসা সংক্রান্ত বৈদ্যুতিন সরঞ্জাম তাঁদের কানের ভিতরে বসানো করা হয়। তবে এই সরঞ্জামের দাম অত্যন্ত বেশি হওয়ায় তা অধিকাংশ রোগীরই আয়ত্বের বাইরে। 

এমন অনের রোগী আছেন যাঁরা হিয়ারিং এড বা কানের মধ্যভাগে অস্ত্রোপচারের ফলে উপকৃত হন না। তাঁদের ক্ষেত্রে এই ইমপ্ল্যান্ট পদ্ধতি বিশেষ কার্যকর। 

সশস্ত্র বাহিনীর মেডিক্যাল পরিষেবার মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল দলজিৎ সিং এবং ডিজিএমএস লেফটেন্যান্ট জেনারেল অরিন্দম চ্যাটার্জী কম্যান্ড হাসপাতালকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। 

কম্যান্ড হাসপাতালে ইএনটি-র বিভাগীয় প্রধান ও উপদেষ্টা কর্নেল ডাঃ নিতু সিং-এর নির্দেশনায় এই সফল ইমপ্ল্যান্ট করেছেন স্নায়ু চিকিৎসক ও ইমপ্ল্যান্ট সার্জেন লেফটেন্যান্ট কর্নেল রাহুল কুরকুরে। সম্প্রতি এই হাসপাতাল শ্রেষ্ঠ হাসপাতাল হিসেবে রক্ষামন্ত্রী ট্রফিতে ভূষিত হয়েছে। 

 

PG/SD/NS


(रिलीज़ आईडी: 2017695) आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Tamil