প্রতিরক্ষামন্ত্রক
এক্স টাইগার ট্রায়াম্ফ, ২০২৪-এর আনুষ্ঠানিক পরিসমাপ্তি
Posted On:
31 MAR 2024 5:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২৪
জল ও স্থল – উভয় ক্ষেত্রেই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের তিন প্রতিরক্ষা বাহিনীর মানবিক তথা মানবতাবাদী সহায়তা এবং বিপর্যয় ত্রাণ সম্পর্কিত দ্বিপাক্ষিক মহড়া ‘টাইগার ট্রায়াম্ফ, ২০২৪’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল গতকাল অর্থাৎ, ৩০ মার্চ। ইউএসএস সমারসেট-এ এই সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবতাবাদী সহায়তা এবং বিপর্যয় ত্রাণ সম্পর্কিত বহুপাক্ষিক কর্মপ্রচেষ্টার ক্ষেত্রে এই মহড়ার মাধ্যমে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র – দুটি দেশই পরস্পরের মধ্যে কৌশলগত এক বলিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। আপৎকালীন পরিস্থিতিতে বিভিন্ন দেশে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে এবং বিপর্যয় ত্রাণে তৎপরতার সঙ্গে কাজে নেমে পড়ার ক্ষেত্রে এই পারস্পরিক সহযোগিতা এক বিশেষ ভূমিকা পালন করবে।
এ বছরের ১৮-২৫ মার্চ ভারতের বিশাখাপত্তনম বন্দরে এই উপলক্ষে কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দু’দেশের নৌ-বাহিনীর পক্ষ থেকে ২৫ মার্চ উদযাপিত হয় হোলি উৎসব। এই উৎসব পালনের অনুষ্ঠানটি ছিল সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অন্তর্গত। ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য ও বৈশিষ্ট্যগুলিকে সেখানে তুলে ধরা হয়। এরপর, সমুদ্র এলাকায় আয়োজিত হয় আরও একটি অনুষ্ঠান যেখানে নৌ-বাহিনীর তৎপরতার বিশেষ মহড়ার ব্যবস্থা করা হয়।
ভারতীয় নৌ-বাহিনীর পক্ষ থেকে যে ইউনিটগুলি এই মহড়ায় অংশ নেয়, তার মধ্যে ছিল ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক ও ল্যান্ডিং শিপ ট্যাঙ্কস। ভারতীয় স্থল সেনাবাহিনী ও বিমান বাহিনীও এই মহড়ায় যোগ দেয়। অন্যদিকে, মার্কিন টাস্ক ফোর্সের মধ্যে ছিল ঐ দেশের একটি নেভি ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক এবং একটি ডেস্ট্রয়ার সহ অন্যান্য ইউনিট।
PG/SKD/DM
(Release ID: 2016753)
Visitor Counter : 81