নির্বাচন কমিশন

ইসিআই এর দ্বিতীয় দফার গেজেট নোটিফিকেশন মোতাবেক আগামীকাল থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে

২৬ এপ্রিল ২০২৪ তারিখে ভোটগ্রহণের এই পর্যায়ে ১২টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি সংসদীয় আসন সহ মণিপুরের একটি সংসদীয় আসনের অংশে (আউটার মণিপুর) ভোটগ্রহণ হবে

দ্বিতীয় পর্যায়ে ১২ টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলে মনোনয়ন জমার শেষ তারিখ ৪ এপ্রিল, ২০২৪

জম্মু ও কাশ্মীর বাদে অন্য ১১টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ ৫ এপ্রিল, ২০২৪; জম্মু ও কাশ্মীরে হবে ৬ এপ্রিল, ২০২৪

Posted On: 27 MAR 2024 7:07PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৪: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেবার প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল। ২০২৪ এর সাধারণ নির্বাচনে ভোটগ্রহণের জন্য ১২ টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ টি সংসদীয় আসনের গেজেট বিজ্ঞপ্তি ২৮ মার্চ তারিখে জারি করা হবে। দ্বিতীয় পর্যায়ে মণিপুরের একটি (আউটার মণিপুর) সংসদীয় আসনের একটি অংশ সহ এই ৮৮টি আসনে ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল ৷ প্রথম দফার জন্য জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে আউটার মণিপুর আসনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আউটার মণিপুর আসনের অন্তর্ভুক্ত ১৫ টি বিধানসভা আসন এলাকায় ১৯ এপ্রিল (১ম পর্যায়) তারিখে ভোটগ্রহণ করা হবে এবং ওই লোকসভা কেন্দ্রের ১৩ টি বিধানসভা এলাকায় ২৬ এপ্রিল (২য পর্যায়) ভোটগ্রহণ হবে।

দ্বিতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ৷
 

***

SKC/DM/KMD



(Release ID: 2016512) Visitor Counter : 102


Read this release in: English