নির্বাচন কমিশন
azadi ka amrit mahotsav

সিভিজিল: নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ার উপর গভীর নজর রাখছে

cVIGIL : ECI keeps close eye on election process

Posted On: 26 MAR 2024 5:52PM by PIB Agartala

সিভিজিআইএল অ্যাপের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখছে নির্বাচন কমিশন। মডেল আচরণবিধি লঙ্ঘন রেকর্ডিং, রিপোর্টিং এবং সমাধানের জন্য এটি একটি একক অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে, ছবি, ভিডিও ইত্যাদি গ্রহণ  করে আদর্শ  আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ থাকলে নাগরিকরা তা অনলাইন-এর মধ্যমে জানাতে পারবেন। নির্বাচন কমিশনের সিভিজিআইএল অ্যাপটি নির্বাচনী বিধি লঙ্ঘনকে চিহ্নিত করার জন্য মানুষের হাতে একটি কার্যকরী হাতিয়ার হয়ে উঠেছে। নাগরিকরা এই অ্যাপের মাধ্যমে মডেল কোড অফ কন্ডাক্ট এবং খরচ লঙ্ঘনের অভিযোগ করতে পারেন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের তথ্য কমিশনের নজরে আনার জন্য এই সিভিজিআইএল নাগরিকদের কাছে এক বড় হাতিয়ার। এক্ষেত্রে, অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যে কমিশন সাধারণত ব্যবস্থা নেয়।  

    
 

সিভিজিআইএল অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীর জন্য  একটি সহজ ব্যবস্থা এবং এটি জেলা কন্ট্রোল রুম, রিটার্নিং অফিসার এবং ফ্লাইং স্কোয়াড টিমের সাথে নাগরিকদেরকে সহজেই সংযুক্ত করতে পারে। এই অ্যাপটি ব্যবহার করে, রিটার্নিং অফিসারের অফিসে ভিড় না করেও নাগরিকরা তাৎক্ষণিকভাবে রাজনৈতিক অসদাচরণের ঘটনা সম্পর্কে মিনিটের মধ্যে রিপোর্ট করতে পারবেন। সিভিজিল অ্যাপে অভিযোগ পাঠানোর সাথে সাথে অভিযোগকারী একটি অনন্য আইডি পাবেন যার মাধ্যমে ব্যক্তিরা তাদের মোবাইলে অভিযোগ খুঁজতে সক্ষম হবেন।

***

SKC/KMD


(Release ID: 2016400) Visitor Counter : 47


Read this release in: English