প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

জলদস্যুদের হাত থেকে এমভি রুয়েন-কে উদ্ধার করল ভারতীয় নৌ সেনা

Posted On: 16 MAR 2024 10:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৪

 

৪০ ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে পণ্যবাহী জাহাজ এম ভি রুয়েন-কে উদ্ধার করল আইএনএস কলকাতা। গত বছরের ডিসেম্বর মাসে এই পণ্যবাহী জাহাজটিকে অপহরণ করা হয়েছিল। আরব সাগরে টহলদারির কাজে নিযুক্ত আইএনএস কলকাতা সোমালিয়ার পূর্বে প্রায় ২৬০ নটিক্যাল মাইল দূরে জাহাজটিকে চিহ্নিত করে। ২০২৪ সালের ১৫ মার্চ সকালে অভিযান শুরু করে আইএনএস কলকাতা এবং ড্রোনের মাধ্যমে জাহাজটির মধ্যে সশস্ত্র জলদস্যুদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়। জলদস্যুরা ড্রোনটিকে গুলি চালিয়ে ধ্বংস করে দেয় এবং ভারতীয় নৌ বাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এরপর আন্তর্জাতিক আইন মেনে ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমিয়ে জাহাজটিকে আটকাতে সক্ষম হয় ভারতীয় নৌ সেনা। 

আইএনএস কলকাতা-র অভিযানের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় জলদস্যুরা। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় ২,৬০০ কিলোমিটার দূরে জলদস্যুদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় আকাশপথে নৌ-কম্যান্ডোদেরও নামানো হয়।

আইএনএস কলকাতা ছাড়াও এই অভিযানে সামিল করা হয়েছিল টহলদারি জাহাজ আইএনএস সুভদ্রা এবং পি৮আই নজরদারি বিমানকে। এছাড়াও সি১৭ বিমান থেকে কম্যান্ডোদের 'এয়ার ড্রপ' করা হয়েছিল।  


ভারতীয় নৌ সেনার সুসংহত অভিযানের মুখে ১৬ মার্চ সোমালিয়ার ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করে।  এম ভি রুয়েন-এর ১৭ জন কর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।  ৩৭,৮০০ টন পণ্যবাহী এই জাহাজটিকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে।


PG/MP/DM


(Release ID: 2015338) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Hindi