স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

মাদকের ভয়াবহতা মোকাবিলায় মোদী সরকারের সাফল্য সম্পর্কে তিনটি ভিডিও প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের দেশ নেশায় আসক্তদের পুনর্বাসন দেওয়ার পাশাপাশি মাদক সনাক্ত করা, মাদক পাচার চক্র ধ্বংস করা এবং অপরাধীদের আটক করার মাধ্যমে দ্রুততার সঙ্গে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছেঃ অমিত শাহ

মাদক বাণিজ্যের বিরুদ্ধে মোদী সরকারের কঠোর অবস্থান কার্যকর ফলাফল দিচ্ছে, এই অবস্থানের ফলে ব্যাপক হারে গ্রেপ্তার ও তল্লাশির সংখ্যা বেড়ে চলেছে

মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত অন্তর্বর্তী সময় কালে এই সংক্রান্ত নথীভুক্ত মামলার সংখ্যা ছিল ১২৫৭ যা ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত সময় পর্বে ৩ গুণ হারে বৃদ্ধি পেয়ে ৩৭৫৫-তে পৌঁছেছে

২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত সময় কালে গ্রেপ্তারের সংখ্যা ছিল ১৩৬৩, পক্ষান্তরে ২০১৪ থেকে ২০২৩ সময় পর্বে তা ৪ গুণ হারে বৃদ্ধি পেয়ে ৫৭৪৫-এ এসে দাঁড়িয়েছে

মোদী জমানায় মাদক উদ্ধারের পরিমান দ্বিগুণ পরিমানে বৃদ্ধি পেয়েছে, যা ২০০৬ থেকে ২০১৩ সময় কালে ছিল ১.৫২ লক্ষ কেজি, মোদী সরকারের আমলে তার পরিমান ৩.৯৫ লক্ষ কেজি

মোদী সরকারের আমলে উদ্ধারকৃত মাদকের অর্থমূল্য ৩০ গুণ হারে উল্লম্ফন গতিতে বৃদ্ধি পেয়ে ২২,০০০ কোটি টাকায় পৌঁছেছে, আর ২০০৬

Posted On: 04 MAR 2024 11:28AM by PIB Agartala

নয়াদিল্লি, ০৩ মার্চ ২০২৪।। মাদকের ভয়াবহতা মোকাবিলায় মোদী সরকারের সাফল্য সম্পর্কে তিনটি ভিডিও প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ এক্স-এ (পূর্বতন ট্যুইটার) পোস্ট করে রবিবার এ সংক্রান্ত একটি প্রামাণ্য ধারাবাহিক দৃশ্যমালা প্রেরণ করেছেন।

এই ধারাবাহিকের একটি পোস্টে শ্রী শাহ বলেন, “মাদক বাণিজ্যের বিরুদ্ধে মোদী সরকারের কঠোর অবস্থান কার্যকর ফলাফল দিচ্ছে। এই অবস্থানের ফলে ব্যাপক হারে গ্রেপ্তার ও তল্লাসির সংখ্যা বেড়ে চলেছে।”
অন্য একটি পোস্টে শ্রী শাহ উল্লেখ করেন, “মোদী জি-র  দিক নির্দেশনার অধীনে কেন্দ্রীয় ও রাজ্য সরকার সমূহ এবং বিভিন্ন তদন্তকারী সংস্থার মধ্যে সমন্বয় সাধন, সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দেশ জুড়ে একটি অপরাজেয় মাদক বিরোধী ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই কৌশলগত এই অবস্থানের ফলে ব্যাপক হারে তল্লাসি ও মামলা নথীভুক্ত করার সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে ।“

এ ছাড়াও শ্রী শাহ বলেন, “একটি #নেশা-মুক্ত=ভারত / #DrugsFreeBharat আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিশাল পুরস্কার। প্রধানমন্ত্রী মোদী জি-র নেতৃত্বে আমাদের দেশ নেশায় আসক্তদের পুনর্বাসন দেওয়ার পাশাপাশি মাদক সনাক্ত করা, মাদক পাচার চক্র ধ্বংস করা এবং অপরাধীদের আটক করার মাধ্যমে দ্রুততার সঙ্গে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে।”

অবৈধ মাদক পাচার বাণিজ্য ধ্বংস করতে মোদী সরকারের বহুমুখী সাঁড়াশি আক্রমণাত্মক প্রয়াস গ্রহণের ফলে বিপুল পরিমানে মাদক উদ্ধার প্রায় ১০০% হারে বৃদ্ধি পেয়েছে এবং মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা নথীভুক্ত করার হার বৃদ্ধি পেয়েছে ১৫২% ।”

মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী  ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত অন্তর্বর্তী সময় কালে এই সংক্রন্ত নথীভুক্ত মামলার সংখ্যা ছিল ১২৫৭ যা ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত সময় পর্বে ৩ গুণ হারে  বৃদ্ধি পেয়ে ৩৭৫৫-তে পৌঁছেছে। ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত সময় কালে গ্রেপ্তারের সংখ্যা ছিল ১৩৬৩, পক্ষান্তরে ২০১৪ থেকে ২০২৩ সময়  পর্বে তা ৪ গুণ হারে বৃদ্ধি পেয়ে ৫৭৪৫-এ এসে  দাঁড়িয়েছে। মোদী জমানায় মাদক উদ্ধারের পরিমান দ্বিগুণ পরিমানে বৃদ্ধি পেয়েছে, যা ২০০৬ থেকে ২০১৩ সময় কালে ছিল ১.৫২ লক্ষ কেজি, মোদী সরকারের আমলে তার পরিমান ৩.৯৫ লক্ষ কেজি। মোদী সরকারের আমলে উদ্ধারকৃত মাদকের অর্থমূল্য ৩০ গুণ হারে উল্লম্ফন গতিতে বৃদ্ধি পেয়ে ২২,০০০ কোটি টাকায় পৌঁছেছে, আর ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত সময় কালে তা ছিল মাত্র ৭৬৮ কোটি টাকা।

মাদক বিরোধী সংস্থাগুলিও মোদী সরকারের আমলে বিপুল পরিমান মাদক ধ্বংস করেছে যা পরিমানগতভাবে ১২ লক্ষ কেজি এবং অর্থমূল্যের দিক থেকে ১২,০০০ কোটি টাকা। ২০২৩-এর জুন মাস পর্যন্ত এনসিবি এই ধরণের ২৩-টি মামলার এক আর্থিক তদন্ত চালিয়েছে এবং এই সূত্রে ৭৪,৭৫,০০,৫৩১ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

এক মাদক মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকদর্শনকে পরিপূর্ণতা দিতে কেন্দ্রীয় ও রাজ্য মাদক সংক্রান্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে আরও সংহতি ও সমন্বয় সাধনকে উন্নততর করতে ২০১৯-এ চার স্তরীয় ‘এনসিওআরডি’ ব্যবস্থাকে শক্তিশালী করা হয়। 

মোদী সরকার মাদক মুক্ত ভারত গঠনের সংকল্প বাস্তবায়িত করছে।

**** 

SKC/SRC/KMD


(Release ID: 2011354) Visitor Counter : 95


Read this release in: English