প্রতিরক্ষামন্ত্রক
২০২৩-২৪ অর্থবর্ষে কলকাতা ভিত্তিক জিআরএসই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ ৯০.৭৩ কোটি টাকা প্রদান করেছে
Posted On:
01 MAR 2024 5:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০১ মার্চ, ২০২৪
প্রতিরক্ষা মন্ত্রকের অন্যতম প্রতিষ্ঠান কলকাতার গার্ডেনরীচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (জিআরএসই) ২০২৩-২৪ অর্থবর্ষে অংশীদারদের ৯০ কোটি ৭৩ লক্ষ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বাবদ প্রদান করেছে। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডায়রেক্টর কমোডোর (অবসরপ্রাপ্ত) পি আর হরি সরকারের লভ্যাংশ হিসেবে প্রাপ্য ৬৭ কোটি ৫৯ লক্ষ টাকার চেক প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং – এর হাতে তুলে দেন। নতুন দিল্লিতে আজ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হস্তান্তরের প্রক্রিয়াটি প্রতিরক্ষা সচিব শ্রী গিরিধর আরমানের উপস্থিতিতে হয়েছে।
জিআরএসই ২০২৩-২৪ অর্থবর্ষে ১০ টাকার ইক্যুইটি শেয়ারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন লভ্যাংশের পরিমাণ ৭ টাকা ৯২ পয়সা ঘোষণা করেছে। পূর্ববর্তী অর্থবর্ষে এর পরিমাণ ছিল ৫ টাকা ৫০ পয়সা। গত ৩০ বছর ধরে এই সংস্থা তার অংশীদারদের নিয়মিত লভ্যাংশ প্রদান করছে।
জিআরএসই স্বাধীন ভারতের প্রথম রণতরী নির্মাণ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৬১ সালে এই সংস্থা নৌ-বাহিনীর জন্য রণতরী আইএনএস অজয় নির্মাণ করে। কলকাতা-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি দেশের মধ্যে প্রথম যুদ্ধ জাহাজ রপ্তানীকারক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। মরিশাসের জন্য সিজিএস বারাকুডা, সেসেলস্ – এর জন্য এসসিজি পিএস জোরোস্টার এবং গিয়ানার জন্য এমভি মা লিসা নির্মাণ করেছে এই সংস্থা। কেন্দ্রীয় সরকারের মিনিরত্ন প্রতিষ্ঠানটি ভারতীয় নৌ-বাহিনী, উপকূল রক্ষী বাহিনী এবং বন্ধু রাষ্ট্রগুলিকে এ পর্যন্ত মোট ১০৯টি রণতরী সরবরাহ করেছে।
PG/CB/SB…
(Release ID: 2010814)
Visitor Counter : 77