বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

আগামীকাল পুনেতে 'বিকশিত ভারত সংকল্প যাত্রা'য় যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর

प्रविष्टि तिथि: 27 FEB 2024 6:57PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ আগামীকাল পুণেতে "বিকশিত ভারত সংকল্প যাত্রা" শুরু করতে চলেছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি, দক্ষতা বিকাশ ও শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী এবং জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে ভারতকে 'বিকশিত ভারত'-এর স্বপ্নের দিকে চালিত করার লক্ষ্যে তরুণ ভারতীয়, স্টার্টআপ, শিল্পপতি এবং রাজ্যের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

এই অনুষ্ঠানের সময়, মন্ত্রী ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার দিকে ভারত যে উল্লেখযোগ্য অগ্রগতি করছে সে সম্পর্কে আলোকপাত করবেন যা দেশের যুবকদের জন্য অভূতপূর্ব সুযোগ নিয়ে আসবে।

"বিকশিত ভারত সংকল্প যাত্রা" গ্রাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েত এবং শহুরে স্থানীয় সংস্থাগুলিতে বিস্তৃত ব্যাপক প্রচার উদ্যোগের মাধ্যমে সচেতনতা বাড়ানোর জন্য পরিকল্পিত একটি প্রচার অভিযান হয়ে উঠেছে৷ এর প্রাথমিক উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছানো, এই প্রকল্পগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা, সুবিধাভোগীদের সাথে সংযোগ বাড়ানো এবং ভবিষ্যতের সুবিধার জন্য সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকাভুক্ত করা।

এই অভিযানটি ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক / বিভাগ, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করার একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গির মূর্ত প্রতীক। এর সামগ্রিক লক্ষ্য হ'ল সমস্ত অংশীদারদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করা, যার ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং একটি বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করা।

*****

SKC/SP/KMD


(रिलीज़ आईडी: 2009504) आगंतुक पटल : 113
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English