তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে অভিযানে অংশগ্রহণের জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়েছেন

প্রচার সংগীতের সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর

Posted On: 27 FEB 2024 6:49PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ (পিআইবি): প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নির্বাচনী প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করে তোলার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে তাঁদের নিজস্ব শৈলীতে প্রথমবারের ভোটারদের মধ্যে 'মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে' অভিযানের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক্স-এ একটি পোস্টের মাধ্যমে তার বার্তাটি ভাগ করে নিয়েছেন।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর 'এক্স'-এ #MeraPehlaVoteDeshKeLiye প্রকার সঙ্গীতের সূচনা করেন। তরুণ ভোটারদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতেই এই প্রচারণা।

 
জাতীয় সঙ্গীতটি দেখা যাবে নিচের এই  লিংকটিতে: 
 

এক্স-এ প্রচার  সংগীতের উদ্বোধন ঘোষণা করে তথ্য মন্ত্রী বলেন;
 
"আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জি তাঁর সাম্প্রতিক মন কি বাত ভাষণে একটি স্পষ্ট আহ্বান জানিয়েছিলেন এবং দেশ যখন গণতন্ত্রের বৃহত্তম উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে, তখন আমি
আপনাদের সকলকে #MeraPehlaVoteDeshKeLiye অভিযানে যোগ দিতে এবং তরুণ ভোটদাতাদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উত্সাহিত করার জন্য অনুরোধ করছি।
 
এটি এখানে, এখনই #MeraPehlaVoteDeshKeLiye প্রচার সংগীতে টিউন করুন এবং এটি সবার সাথে ভাগ করুন।
 
আসুন আমরা আমাদের নিজস্ব উপায়ে এবং স্টাইলে প্রচারণা এগিয়ে নিয়ে যাই।
 
আসুন আমরা এই দায়িত্ব গ্রহণ করি এবং অনলাইনে আমাদের সম্মিলিত কণ্ঠের শক্তি উদযাপন করি কলেজে কলেজে @mygovindia!"

ভারতের নির্বাচন কমিশন ভোটারদের সচেতন করার যে প্রচারণা শুরু করেছে, তাতে অবদান রাখতেই এই সঙ্গীত। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁর 'মন কি বাত' ভাষণে প্রচার সম্পর্কে বলেছিলেন যে এই অভিযানটি প্রথমবারের ভোটারদের বিপুল সংখ্যায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য উত্সাহিত করার দিকে দৃষ্টি নিবদ্ধ করে। প্রধানমন্ত্রী আরও বলেছিলেন যে অষ্টাদশ লোকসভা যুবকদের আকাঙ্ক্ষার প্রতীক হবে এবং এর ফলে তরুনদের ভোটের মূল্য বহুগুণ বেড়েছে।প্রধানমন্ত্রী ইনস্টাগ্রাম এবং ইউটিউবে দেশের প্রভাবশালীদের, চলচ্চিত্র জগতের মানুষ, সাহিত্য এবং অন্যান্য পেশাদারদের এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে এবং প্রথমবারের ভোটারদের অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছিলেন।

                        ***
SKC/TD/KMD


(Release ID: 2009502) Visitor Counter : 71


Read this release in: English