তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর এফআইসিসিআইয়ের জাতীয় সম্মেলনে ভাষণ দেন

যাঁরা ভারতে বিনিয়োগ করতে চান, তাঁদের সঙ্গে শিল্পপতিদের অংশীদারিত্ব গড়ে তুলতে হবে: শ্রী ঠাকুর

বিশ্বের ৪৬ শতাংশ ডিজিটাল পেমেন্ট ভারতে হয়: শ্রী ঠাকুর

Posted On: 27 FEB 2024 5:02PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারী ২০২৪।। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ ফিকি-র জাতীয় কনক্লেভে ভাষণ দেন। 'Vikshit Bharat@ ২০৪৭: বিকশিত ভারত ও শিল্প' শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী ঠাকুর প্রথমে করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সৎ করদাতাদের কারণেই সরকার এইভাবে সংগৃহীত কর্পাসের প্রতিটি পয়সা সামাজিক খাতে ব্যয় করতে পেরেছে। তিনি বলেন, আগে যখন বরাদ্দকৃত অর্থের একটি ভগ্নাংশই সংশ্লিষ্ট  সুবিধাভোগীদের কাছে পৌঁছত, আজ সরকার সুনিশ্চিত করেছে যে সমস্ত অর্থ প্রাপকের কাছে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়।

ইউপিআইকে সরকারের প্রতিশ্রুতি পূরণের দৃঢ় সংকল্পের উদাহরণ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ইউপিআই চালু হওয়ার সময় এর কার্যকারিতা সম্পর্কে অনেক সন্দেহ ছিল, তবে আজ ইউপিআই সমাজের সমস্ত বিভাগ এবং দেশের সমস্ত কোণে প্রবেশ করেছে। আজ বিশ্বের ৪৬ শতাংশ ডিজিটাল পেমেন্ট ভারতে হয় এবং গোটা  বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।

দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের প্রধান সাফল্যের কথা উল্লেখ করে তিনি  বলেন, ৪ কোটি বাড়ি, ১০ কোটি শৌচালয়, ১০ কোটিরও বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে এবং ১৩ কোটিরও বেশি নলের জলের সংযোগ স্থাপন করা হয়েছে। ৬০ কোটিরও বেশি আয়ুষ্মান ভারতের সুবিধাভোগী রয়েছেন এবং ৮০ কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাবার পাচ্ছেন।

গত দশ বছরে দেশের পরিকাঠামো উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করে, প্রধানমন্ত্রী  শ্রী নরেন্দ্র মোদীকে যোগ্য নেতৃত্বের প্রতি কৃতিত্ব দিয়ে তিনি বলেন, জাতীয় মহাসড়ক নির্মাণ ৯০ হাজার কিলোমিটার থেকে ১ লক্ষ ,৫০ হাজার কিলোমিটারে পৌঁছেছে, বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়ে ৭৪ থেকে ১৫০, এইমসের সংখ্যা ৭ থেকে বেড়ে ২৩, আইআইটি-র সংখ্যা ১২ থেকে ১৯-এ পৌঁছেছে এবং গ্রামীণ সড়কের দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে। এগুলি সহ অন্যান্য ব্যবস্থা ভারতকে আজ বিশ্বের শীর্ষ পাঁচটি অর্থনীতির মধ্যে রেখেছে।

দেশকে এক শক্তিশালী ও যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়ে তিনি আরও  বলেন, আজ বিদেশে ভারতীয় পাসপোর্টের সম্মান বৃদ্ধি পেয়েছে এবং বিদেশে ভারতীয়দের বিরুদ্ধে কোনও দ্বন্দে, ও নিজেদের লোকেদের সরিয়ে নেওয়ার  প্রশ্নে দ্রুত হস্তক্ষেপ করছে।

শ্রী ঠাকুর বলেন, কৃষিক্ষেত্রে সরকার যেখানে ৫০ শতাংশের বেশি খরচের প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে দেশীয় শিল্প আজ সরকারি সহায়তায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তিনি বলেন, বিগত দশ বছরে সরকার এমন ভিত্তি স্থাপন করেছে, যা ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত দেশ হয়ে ওঠার পথে এগিয়ে নিয়ে যাবে।

তিনি দেশীয় শিল্পপতিদের ভারতে বিনিয়োগ করতে ইচ্ছুকদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলতে এবং ভারতের প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগানোর আহ্বান জানান যা ভারতকে বিকশিত ভারতে রূপান্তরিত করতে প্রধান অবদান রাখবে।

*****


SKC/TD/KMD



(Release ID: 2009431) Visitor Counter : 41


Read this release in: English