প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মনোহর যোশীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 23 FEB 2024 3:32PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি ২০২৪: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মনোহর যোশীর প্রয়াণে  প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। শ্রী যোশী ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত লোকসভার অধ্যক্ষ পদের ব্রতী ছিলেন। শ্রী মোদী বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী যোশী রাজ্যের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করেছেন। প্রধানমন্ত্রী আরোও বলেন, লোকসভার অধ্যক্ষ হিসেবে তাঁর কর্মকালে শ্রী যোশী আমাদের সংসদীয় প্রক্রিয়াকে আরোও প্রাণবন্ত এবং অংশগ্রহণ প্রবণ করে তুলতে প্রয়াসী ছিলেন।

একটি এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেন,

“শ্রী মনোহর যোশী জি-র বিদায়ে ব্যথিত। তিনি ছিলেন এক জন প্রবীণ নেতা যিনি জনসেবার কাজে বহু বছর কাটিয়েছেন এবং পুরসভা, রাজ্য ও জাতীয় পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজ্যের অগ্রগতির জন্য নিরলসভাবে কাজ করেছেন। এক জন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। লোকসভার অধ্যক্ষ হিসেবে তাঁর কর্মকালে আমাদের সংসদীয় প্রক্রিয়াকে আরোও প্রাণবন্ত  এবং অংশগ্রহণ প্রবণ করে তুলতে প্রয়াসী ছিলেন। মনোহর যোশী জি একজন বিধায়ক হিসেবেও তাঁর অধ্যবসায়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন, চারবার বিধানসভায় কাজ করার সম্মান তিনি অর্জন করেছিলেন। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

***** 

SKC/SRC/KMD


(रिलीज़ आईडी: 2008357) आगंतुक पटल : 97
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English