প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশের জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন

प्रविष्टि तिथि: 20 FEB 2024 1:28PM by PIB Agartala

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও আগত বছরগুলিতেও অরুণচল প্রদেশ সমৃদ্ধির ধারা অব্যাহত রাখবে বলে শুভ কামনা করেছেন তিনি।

এক এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;

“অরুণাচল প্রদেশের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা। ভারতের উন্নয়নে অরুণাচল প্রদেশের জনগণ সমৃদ্ধ অবদান রেখে চলেছে। রাজ্যটির সংস্কৃতিও বিপুলভাবে প্রশংসিত, বিশেষ করে তার জনজাতি ঐতিহ্য এবং সমৃদ্ধ জীব বৈচিত্রের জন্য। অরুণাচল প্রদেশ আগত বছরগুলিতে সমৃদ্ধির ধারা অব্যাহত রাখুক। @narendramodi

*****

SKC/SRC/KMD


(रिलीज़ आईडी: 2007330) आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English