উপ-রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

উপ-রাষ্ট্রপতি আজ অরুণাচলব প্রদেশের ইটানগর সফর করবেন 

উপ-রাষ্ট্রপতি অরুণাচল প্রদেশের ৩৮-তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন

Posted On: 19 FEB 2024 1:54PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি ২০২৪।।  দেশের উপ-রাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর মঙ্গলবার অরুণাচল প্রদেশের ইটানগর সফর করবেন। এটা হবে শ্রী ধনকরের অরুণাচল প্রদেশে প্রথম সফর। তাঁর এক দিনের সফর কালে শ্রী ধনকর অরুণাচল প্রদেশের ৩৮-তম রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  তার দিনভর সফর কালে তিনি ইটানগরের রাজভবন সফর করবেন বলেও নির্ধারিত নির্ঘন্ট রয়েছে।  

*****

SKC/SRC/KMD

 


(Release ID: 2007047) Visitor Counter : 77


Read this release in: English