প্রধানমন্ত্রীর দপ্তর
হরিয়ানার রেওয়ারিতে ৯,৭৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী
"হরিয়ানা বিনিয়োগের জন্য শীর্ষ রাজ্য হিসাবে উঠে আসছে, এবং বিনিয়োগ বাড়ানো মানে নতুন কাজের সুযোগ বৃদ্ধি"
Posted On:
16 FEB 2024 5:48PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার রেওয়ারিতে ৯৭৫০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, জাতির উদ্দেশে উৎসর্গ ও শিলান্যাস করেছেন। প্রকল্পগুলি নগর পরিবহণ, স্বাস্থ্য, রেল ও পর্যটন সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে পূরণ করবে। শ্রী মোদী এই উপলক্ষে প্রদর্শিত প্রদর্শনীগুলিও ঘুরে দেখেছেন৷
জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বীর জওয়ান রেওয়ারির ভূমির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর প্রতি সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের ভালোবাসার কথা উল্লেখ করেন। তিনি ২০১৩ সালে রেওয়ারিতে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তাঁর প্রথম কর্মসূচির কথা স্মরণ করেন এবং জনগণের শুভেচ্ছার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, জনসাধারণের আশীর্বাদ তাঁর কাছে এক বড় সম্পদ। বিশ্বে এক নতুন উচ্চতায় আরোহণ করে ভারতকে দেশবাসীর আশীর্বাদের কৃতিত্ব দেন তিনি। সংযুক্ত আরব আমীরশাহী এবং কাতার সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চে ভারতের যে সম্মান ও সদিচ্ছা রয়েছে তার কৃতিত্ব দেন ভারতবাসীকে। একইভাবে, জি-২০, চন্দ্রযান এবং ভারতীয় অর্থনীতির একাদশ স্থান থেকে পঞ্চম স্থানে উত্থান জনসাধারণের সমর্থনের কারণে দুর্দান্ত সাফল্য পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আগামী বছরগুলিতে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার জন্য তিনি দেশবাসীর আশীর্বাদ চেয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশকে বিকশিত ভারত হয়ে উঠতে হরিয়ানার উন্নয়ন একান্ত জরুরি। হরিয়ানার উন্নয়নে সুসজ্জিত হাসপাতালের পাশাপাশি সড়ক ও রেল নেটওয়ার্কের আধুনিকীকরণের জন্য আজ প্রায় ১০ হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করার কথা উল্লেখ করেন তিনি। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এইম্স রেওয়ারি, গুরুগ্রাম মেট্রো, বেশ কয়েকটি রেল লাইন এবং নতুন ট্রেন ট্রেন ছাড়াও অভিজ্ঞতা কেন্দ্র সংগ্রহালয়ের কথা উল্লেখ করেন। অনুভব কেন্দ্র জ্যোতিসরের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ভারতীয় সংস্কৃতিতে হরিয়ানার গৌরবময় ভূমির অবদানের কথাও তুলে ধরা হবে। আজকের উন্নয়নমূলক প্রকল্পগুলির জন্য তিনি হরিয়ানাবাসীকে অভিনন্দন জানান।
'মোদীর গ্যারান্টি' নিয়ে জাতীয় এবং এমনকি বিশ্বব্যাপী গুঞ্জন সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রেওয়ারি 'মোদীর গ্যারান্টি'র প্রথম সাক্ষী। তিনি এখানে দেশের মর্যাদা এবং অযোধ্যা ধামের শ্রী রাম মন্দিরের যে নিশ্চয়তা দিয়েছেন তা স্মরণ করেন, যা দিনের আলোর মুখ দেখেছে। একইভাবে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া গ্যারান্টি অনুযায়ী ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল। আজ জম্মু ও কাশ্মীরে মহিলা, পিছিয়ে পড়া, দলিত, আদিবাসীরা তাঁদের অধিকার পাচ্ছেন।
প্রধানমন্ত্রী রেওয়ারিতে প্রাক্তন সেনাকর্মীদের 'এক পদ এক পেনশন'-এর গ্যারান্টি দেওয়ার কথা স্মরণ করেন এবং হরিয়ানার বহু প্রাক্তন সেনাকর্মী এই পেনশনের সুফল পেয়েছেন বলে জানান। রেওয়ারিতে প্রধানমন্ত্রী জানান, এক পদ এক রত্মা কর্মসূচির সুফলভোগীরা এ পর্যন্ত ৬০০ কোটি টাকারও বেশি অর্থ পেয়েছেন। তিনি আরও উল্লেখ করেন যে পূর্ববর্তী সরকার ওআরওপি-র জন্য ৫০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছিল যা কেবল রেওয়ারির সেনাদের পরিবারের প্রাপ্ত পরিমাণের চেয়ে কম।
আজকের শিলান্যাসের মধ্য দিয়ে রেওয়ারিতে এইম্স স্থাপনের নিশ্চয়তা একইভাবে পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, তিনি রেওয়ারি এইম্সেরও উদ্বোধন করবেন। তিনি বলেন, এর মাধ্যমে স্থানীয় নাগরিকদের উন্নত চিকিৎসা ও চিকিৎসক হওয়ার সুযোগ নিশ্চিত হবে। রেওয়ারি এইমস ২২তম এইমস বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী জানান, গত ১০ বছরে ১৫টি নতুন এইমস অনুমোদিত হয়েছে। গত ১০ বছরে ৩০০-র বেশি মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে। হরিয়ানাতেও প্রতিটি জেলায় অন্তত একটি করে মেডিক্যাল কলেজ চালু করার কাজ চলছে।
বিগত সরকারগুলির ভাল ও মন্দ প্রশাসনের মধ্যে তুলনা করে প্রধানমন্ত্রী গত ১০ বছরে হরিয়ানায় ডবল ইঞ্জিন সরকারের উপস্থিতির কথা তুলে ধরেন। তিনি জানান, দরিদ্র মানুষের কল্যাণে কেন্দ্রীয় সরকারের প্রণীত নীতি মেনে চলার ক্ষেত্রে এই রাজ্য শীর্ষে রয়েছে। তিনি কৃষিক্ষেত্রে হরিয়ানার বৃদ্ধি এবং রাজ্যের শিল্পের সম্প্রসারণের কথা উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, ২০১৪ সালের আগে হরিয়ানার বার্ষিক রেল বাজেট যেখানে গড়ে ৩০০ কোটি টাকা ছিল, গত ১০ বছরে তা বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে।
শত শত বহুজাতিক সংস্থা যুবকদের কর্মসংস্থান সৃষ্টিকারী রাজ্যে জল সংক্রান্ত সমস্যা সমাধানে রাজ্য সরকারের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী বলেন, বস্ত্র ও পোশাক শিল্পের ক্ষেত্রে হরিয়ানা নিজের জন্য একটি বিশাল নাম তৈরি করছে যা ৩৫ শতাংশেরও বেশি কার্পেট রফতানি করে এবং ভারতে প্রায় ২০ শতাংশ পোশাক তৈরি করে। প্রধানমন্ত্রী গত ১০ বছরে এমএসএমই এবং ক্ষুদ্র শিল্পকে কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ কোটি টাকার সহায়তার কথা জানান, যার ফলে পুরনো ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প মজবুত হয়েছে এবং রাজ্যে হাজার হাজার নতুন শিল্প স্থাপন করা সম্ভব হয়েছে।
রেওয়ারিতে বিশ্বকর্মার পিতলের কারিগর এবং হস্তশিল্পের কারিগরির ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী ১৮টি পেশার সঙ্গে যুক্ত ঐতিহ্যবাহী কারিগরদের জন্য প্রধানমন্ত্রী ও বিশ্বকর্মা যোজনার সূচনার কথা তুলে ধরেন। তিনি জানান, সারা দেশে লক্ষ লক্ষ সুবিধাভোগী প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অংশ হয়ে উঠছেন এবং সরকার আমাদের ঐতিহ্যবাহী কারিগর এবং তাদের পরিবারের জীবন রূপান্তর করতে ১৩,০০০ কোটি টাকা ব্যয় করতে চলেছে।
ক্ষুদ্র কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, দরিদ্র, দলিত, পিছিয়ে পড়া ও ওবিসি সম্প্রদায়ের জন্য জামানতবিহীন ঋণের জন্য মুদ্রা যোজনা এবং রাস্তার বিক্রেতাদের জন্য প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "মোদীর গ্যারান্টি তাদের জন্য"।
রাজ্যের মহিলাদের কল্যাণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিনামূল্যে গ্যাস সংযোগ এবং জল সরবরাহের পাশাপাশি হরিয়ানার লক্ষ লক্ষ মহিলা সহ দেশের ১০ কোটি মহিলাকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত করার কথা উল্লেখ করেন। এই স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক সহায়তার কথাও উল্লেখ করেন তিনি। লাখপতি দিদি কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত ১ কোটি মহিলা লাখপতি দিদি হয়েছেন এবং এ বছরের বাজেটে তাঁদের সংখ্যা ৩ কোটিতে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।
প্রথমবার হরিয়ানার ভোটারদের উজ্জ্বল ভবিষ্যতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "হরিয়ানা এক আশ্চর্য সম্ভাবনার রাজ্য"। তিনি জোর দিয়ে বলেন, ডবল ইঞ্জিন সরকার হরিয়ানাকে একটি উন্নত রাজ্য হিসাবে গড়ে তুলতে এবং প্রতিটি ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করার চেষ্টা করছে৷
অনুষ্ঠানে হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী শ্রী মনোহর লাল খট্টর সহ হরিয়ানা সরকারের অন্যান্য মন্ত্রী এবং বিধায়করা উপস্থিত ছিলেন।
****
SKC/DM/KMD
(Release ID: 2006623)
Visitor Counter : 97