সংসদবিষয়কমন্ত্রক
সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি
সংসদের উভয় কক্ষে মোট ১২টি বিল পাস
Posted On:
10 FEB 2024 9:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি,২০২৪
সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন ১০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে। এই অধিবেশন শুরু হয়েছিল গত ৩১ জানুয়ারি, ২০২৪ তারিখে। সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন, ২০২৪ শেষ হওয়ার পর কেন্দ্রীয় সংসদ বিষয়ক, কয়লা ও খনি মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী এক সাংবাদিক বৈঠক করেন। সংসদ বিষয়ক, আইন ও বিচার, সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুনরাম মেঘওয়াল এবং সংসদ ও বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী ভি মুরলীধরন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন।
সাংবাদিক বৈঠকে শ্রী প্রহ্লাদ যোশী জানান, এই অধিবেশনে মোট ১০টি বিল (৭টি লোকসভায় এবং ৩টি রাজ্যসভায়) প্রবর্তন করা হয়েছে। এছাড়া, লোকসভায় ১২টি এবং রাজ্যসভায় ১২টি বিল পাস করানো হয়েছে।
৩১ জানুয়ারি, ২০২৪ তারিখে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক বক্তব্য পেশের জন্য লোকসভায় ১২ ঘন্টা সময় বরাদ্দ থাকলেও ১৫ ঘন্টা ২৮ মিনিট ধরে আলোচনা হয়েছে। অন্যদিকে, রাজ্যসভায় এই আলোচনার জন্য ১৪ ঘন্টা সময় বরাদ্দ করা হয়েছিল। সেখানে ১৫ ঘন্টা ৭ মিনিট ধরে আলোচনা হয়। ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের ওপর উভয় কক্ষে জবাবি ভাষণ দেন প্রধানমন্ত্রী। লোকসভায় ১১৭ জন এবং রাজ্যসভায় ৫৭ জন সদস্য আলোচনায় অংশ নেন।
১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়। ৭ ফেব্রুয়ারি লোকসভায় এই বাজেট অনুমোদিত হয়। একইদিনে অর্থ বিল, ২০২৪ লোকসভায় পাস করানো হয়।
৭ ফেব্রুয়ারি রাজ্যসভায় অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট এবং জম্মু ও কাশ্মীরের অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনা হয়। ৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমনের পেশ করা ‘ভারতীয় অর্থনীতি এবং ভারতের মানুষের জীবনযাত্রার ওপর শ্বেতপত্রের প্রভাব’ নিয়ে লোকসভায় আলোচনা হয়। ৭ ঘন্টা ২৫ মিনিট ধরে এই আলোচনা হয়।
১৭তম লোকসভায় বিভিন্ন উল্লেখযোগ্য কাজকর্মের কথাও বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।
১৭তম লোকসভার প্রথম অধিবেশনে উভয় কক্ষে ৩০টি বিল পাস করানো হয়েছিল, যা রেকর্ড।
১৭তম লোকসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল, ৩৭০ ধারার অবলুপ্তি এবং জম্মু ও কাশ্মীরের সব মানুষের জন্য সমান অধিকার সুনিশ্চিত করা। সেইসঙ্গে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দেওয়া। অতীতের দাসত্বের আইনের অবলুপ্তি ঘটিয়ে নতুন ন্যায় সংহিতা প্রণয়ন করা হয়েছে। এই লক্ষ্যে ৩টি উল্লেখযোগ্য বিল পাস করানো হয়েছে। এগুলি হল – ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩; ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য বিল, ২০২৩।
ভারতের সংবিধানের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে ২০১৯ সালের ২৬ নভেম্বর সংসদের সেন্ট্রাল হল-এ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে উভয় কক্ষের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অধ্যক্ষ এবং সংসদ বিষয়ক মন্ত্রী।
২০২৩-এর সেপ্টেম্বরে সংসদের নতুন ভবন জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়। এই উপলক্ষে ২০২৩-এর সেপ্টেম্বর মাসে একাধিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ১৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সংসদের পুরনো ভবনে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছিল, যেখানে ‘সংবিধান সভা থেকে শুরু করে সংসদের ৭৫ বছরের যাত্রা – সাফল্য, অভিজ্ঞতা, স্মৃতি এবং শিক্ষা’র ওপর উভয় কক্ষে আলোচনা হয়। ১৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সেন্ট্রাল হল-এ ভাষণ দেন। এরপর নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হয় এবং সেন্ট্রাল হল সহ পুরনো সংসদ ভবনকে ‘সংবিধান সদন’ হিসেবে নামকরণ করা হয়।
২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদের বিশেষ অধিবেশনে ঐতিহাসিক নারী শক্তি বন্দন অধিনিয়ম প্রণয়ন করা হয়, যার মাধ্যমে লোকসভা, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ সুনিশ্চিত করা হয়। লোকসভায় এই বিলের পক্ষে ভোট দেন ৪৫৪ জন সদস্য এবং দু’জন বিরুদ্ধে ভোট দেন। রাজ্যসভায় বিলটি সর্বসম্মতিতে পাস হয়ে যায়।
বর্তমান সরকার রেকর্ড সংখ্যক পুরনো আইন বাতিল করেছে। সব মিলিয়ে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মোট ১,৫৬২টি পুরনো, অকেজো আইন বাতিল করা হয়েছে।
PG/MP/DM/
(Release ID: 2005131)
Visitor Counter : 149