উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
‘বিবিধতার অমৃত মহোৎসব’ ‘বিবিধতা কা অমৃত মহোৎসব’-এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু
বিবিধতার অমৃত মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে উত্তরপূর্বাঞ্চলের অসাধারণ সাংস্কৃতিক
উপস্থাপনা
Posted On:
09 FEB 2024 6:48PM by PIB Agartala
নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি,২০২৪।। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে চলছে বিবিধতার অমৃত মহোৎসব। ৮ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উত্তরপূর্বাঞ্চলের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী। উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে, সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই মহোৎসব একট প্রাণবন্ত সাংস্কৃতিক উপস্থাপনা হয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে এক অনপনেয় স্মৃতির অনুরণন সৃষ্টি করেছে। এই আয়োজনের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক বা ডোনার এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি. কিষান রেড্ডি। তিনি ভাষণ দিতে গিয়ে উত্তরপূর্বাঞ্চলের প্রতি রাষ্ট্রপতির প্রতিনিয়ত সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শ্রী রেড্ডি বলেন, ২০১৪ সালের পর থেকে উত্তরপূর্বাঞ্চল প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় অগ্রাধিকার পেয়ে আসছে এবং তার পর থেকে বেনজির উন্নয়ন হয়ে আসছে। সড়ক, রেল, বিমান বা জলপথের যোগাযোগের দিক দিয়ে এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও আত্মিক যোগাযোগের দিক দিয়েও উত্তরপূর্বের সঙ্গে সমস্ত দূরত্ব অপসারিত হচ্ছে। তিনি বলেন, উত্তরপূর্বের ঐশ্বর্যশালী ঐতিহ্য এই অঞ্চলের মানুষের অসীম সমৃদ্ধির মূল চাবিকাঠি এবং সরকার এই সম্ভাবনার দ্বার সম্পূর্ণ খোলে দিতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে চলেছে।ভূবিজ্ঞান মন্ত্রকের মন্ত্রী শ্রী কিরেন রিজিজুও ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে উত্তরপূর্বাঞ্চলে গত ১০ বছরে যে আমূল পরিবর্তন এসেছে, তার উল্লেখ করেন। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের মধ্যে এক বিশাল আশা প্রত্যাশা রয়েছে। উত্তরপূর্বের আটটি রাজ্যের সব রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে, যা এক ভিন্ন মাত্রা তৈরি করে।
মহোৎসবে ৩২০টির বেশি স্টল খোলা হয়েছে। যে স্টলগুলোতে রয়েছে উত্তরপূর্বের সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ আটটি রাজ্যের অন্যন্য হস্তকারু ও হস্তশিল্পের সামগ্রী, আছে জৈব পণ্যের সম্ভার। তাছাড়া উত্তরপূর্বের ভৌগলিক সূচকের পণ্য সামগ্রীর (জিআই) প্যাভিলিয়নও রয়েছে। আন্তর্জাতিক পরিচিতি-সম্পন্ন আসামের মুগা সিল্ক, মণিপুরের সুন্দর করে বোনা ওয়াংখেই ফি, অরুণাচল প্রদেশের হাতে তৈরি কার্পেট, ত্রিপুরার সুস্বাদু আনারসের মত পণ্য তো আছেই। অষ্টলক্ষ্মী রাজ্যগুলোর পঁচিশটিরও বেশি বিভিন্ন পণ্য রয়েছে এই মহোৎসবে। পাশাপাশি ঐতিহ্যগত কিছু হস্তকারু শিল্পের নির্মাণের পদ্ধতি সরাসরি দেখারও সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। যেখানে মাজুলির মুখোশ তৈরি, ঝুড়ি বানানো ইত্যাদি করে দেখাচ্ছেন শিল্পীরা। যে শিল্পের প্রদর্শনের সুযোগ পাচ্ছেন আগ্রহীরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অন্য অভ্যাগতরা ঘুরে ঘুরে অষ্টলক্ষ্মী রঙ্গোলি সহ এই কারুকার্য পরিদর্শন করলেন। উপভোগ করলেন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ক’দিনে সাড়ে তিন শতাধিক শিল্পীর নানা বর্ণের সাংস্কৃতিক উপস্থাপনা রয়েছে।
আয়োজনের আবশ্যিক অঙ্গ হিসেবে আছে উত্তরপূর্বাঞ্চলের ব্যতিক্রমী ও আকর্ষণীয় রন্ধনশৈলীর উপস্থাপনা। আছে ছোটদের বিনোদনেরও আলাদা ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তিতে ডোনার মন্ত্রী সংস্কৃতি মন্ত্রক ও অভ্যাগতদের কৃতজ্ঞতা জানান। বিবিধতার অমৃত মহোৎসব নিঃসন্দেহে বৈচিত্র্যের মধ্যে একতার এক আনন্দময় উদযাপনের নজির সৃষ্টি করছে।
SKC/AD/KMD
(Release ID: 2004619)
Visitor Counter : 76