যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক
'রোড টু প্যারিস ২০২৪: চ্যাম্পিয়নিং ক্লিন স্পোর্টস অ্যান্ড ইউনাইটিং ফর অ্যান্টি-ডোপিং' সম্মেলনের আয়োজন করেছে নাডা
পুষ্টিকর পরিপূরক পরীক্ষার জন্য উৎকর্ষ কেন্দ্র (সিওই-এনএসটিএস) র উদ্বোধন করেছেন শ্রী অনুরাগ সিং ঠাকুর
Posted On:
09 FEB 2024 6:41PM by PIB Agartala
নয়াদিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২৪৷৷ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) আজ নয়াদিল্লিতে "রোড টু প্যারিস ২০২৪: চ্যাম্পিয়নিং ক্লিন স্পোর্টস অ্যান্ড ইউনাইটিং ফর অ্যান্টি-ডোপিং" সম্মেলনের আয়োজন করেছে৷
এই উপলক্ষে শ্রী অনুরাগ সিং ঠাকুর গুজরাটের গান্ধীনগরে জাতীয় ফরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে (এনএফএসইউ) সেন্টার অফ এক্সেলেন্স ফর নিউট্রিশনাল সাপ্লিমেন্টস টেস্টিং (সিওই-এনএসটিএস) এর ভার্চুয়ালি উদ্বোধন করেছেন।
নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এই ইভেন্টটি প্যারিস অলিম্পিক ২০২৪-এর আগে মূল ডোপিং বিরোধী উদ্যোগগুলিতে একত্রিত হওয়া, চিন্তাভাবনা এবং কৌশল নির্ধারণের জন্য ক্রীড়া সম্প্রদায়ের অংশীদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে৷
শ্রী অনুরাগ সিং ঠাকুর তাঁর বক্তব্যে খেলার মূল নীতিসমহ, প্রতিযোগিতার মনোভাব এবং খেলাধূলায় সততা বজায় রাখার অপরিহার্যতার উপর জোর দিয়েছেন। তিনি ভারতীয় ক্রীড়াবিদদেরও প্রশংসা করেছেন এবং দেশের অ্যান্টি-ডোপিং কাঠামোকে শক্তিশালী করতে নাডার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন৷
তিনি বলেন, ভারতে ক্রীড়াবিদদের জন্য পুষ্টির পরিপূরক পরীক্ষার জন্য একটি উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠা দীর্ঘদিনের লক্ষ্য৷
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেন, "রোড টু প্যারিস ২০২৪" থিমটি বিশ্ব ক্রীড়া মঞ্চে একটি জাতি হিসাবে আমাদের আকাঙ্ক্ষার সাথে গভীরভাবে অনুরণিত হয়। তিনি আরও বলেন, "আমরা অনেক দূর এগিয়েছি, এবং আমাদের ক্রীড়াবিদদের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে যাত্রাটি চিহ্নিত করা হয়েছে যারা আমাদের দেশের গৌরব আনতে ধারাবাহিকভাবে প্রচেষ্টা করে চলেছে৷
ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্সের কথা উল্লেখ করে শ্রী ঠাকুর বলেন, অলিম্পিক, প্যারালিম্পিক্স, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস এবং অন্যান্য চ্যাম্পিয়নশিপের মতো বিশ্বের মেগা ইভেন্টগুলিতে ভারতের পারফরম্যান্স আমাদের ক্রীড়াবিদদের দৃঢ়তা ও প্রতিভাকে প্রতিফলিত করে।
নাডার প্রচেষ্টার প্রশংসা করে শ্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, "পরিচ্ছন্ন খেলাধুলা এবং ডোপিং বিরোধী পদক্ষেপের প্রচারে নাডার নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। এটি ক্রীড়াবিদদের শিক্ষিত করতে, পরীক্ষা পরিচালনা করতে এবং অ্যান্টি-ডোপিং নিয়ম ও নীতি প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে"৷
"দ্য প্যারিস পিনাকল: নাডা’স গাইড টু এথিক্যাল স্পোর্টিং" এর উন্মোচন করেছে নাডা, যা প্যারিস অলিম্পিক ২০২৪ এর জন্য প্রস্তুত অ্যাথলিটদের জন্য বিস্তৃত নির্দেশিকা প্রদান করবে।
এই সম্মেলনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, জাতীয় ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি, শিল্প অংশীদার এবং মিডিয়া সহ সম্মানিত গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়েছিলেন। তাঁদের সকলের অংশগ্রহণ এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি পরিচ্ছন্ন খেলাধূলার পক্ষে সমর্থন এবং বিশ্ব মঞ্চে নৈতিক প্রতিযোগিতাকে উৎসাহিত করার ক্ষেত্রে ভারতের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন৷
২০২৪ সালের অলিম্পিকের জন্য বিশ্ব ক্রীড়া সম্প্রদায় যখন প্যারিসে একত্রিত হচ্ছে, তখন "রোড টু প্যারিস ২০২৪" এর সম্মেলনটি স্বচ্ছ খেলাধুলার মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়া এবং ডোপিংয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে ভারতের সংকল্পের একটি প্রমাণ। সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে ভারত খেলাধূলায় সততা এবং নৈতিক প্রতিযোগিতার মশালবাহক হিসাবে তার অবস্থান পুনরায় নিশ্চিত করবে৷
*****
SKC/DM/KMD
(Release ID: 2004611)
Visitor Counter : 65