সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক

নয়া মঞ্জিল প্রকল্পের আওতায় সুবিধাপ্রাপক ৯৮,৭১২ জন

Posted On: 07 FEB 2024 8:10PM by PIB Agartala

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি, ২০২৪।। সংখ্যালঘু সম্প্রদায়ের যে সব যুবকের প্রথাগতভাবে বিদ্যালয় ছাড়ার কোনো শংসাপত্র নেই তাদের সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে ২০১৪-১৫  থেকে ২০২০-২১ পর্যন্ত নয়া মঞ্জিল প্রকল্প রূপায়ণের কাজ চালানো হয়। এই প্রকল্পটি হল প্রথাগত শিক্ষাদান (অষ্টম অথবা দশম শ্রেণী) ও দক্ষতা বৃদ্ধি এবং সুবিধাপ্রাপকদের আরও ভাল কর্মসংস্থান ও জীবীকার সন্ধান করতে সক্ষম করে তোলার এক সুসমন্বয় যা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রদান করা হয়। প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ৯৮,৭১২ জন সুবিধাপ্রাপক প্রশিক্ষণ লাভ করেছে, এর মধ্যে ৫৮,১৬৮ জনের কর্মসংস্থান হয়েছে এবং ৮,৫১৬ জন আরও বেশি শিক্ষার্জন অথবা দক্ষতা অর্জনের প্রশিক্ষণ নিয়েছে। চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত নয়া মঞ্জিল প্রকল্পের আওতায় সুবিধাপ্রাপকদের সংখ্যা রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল এবং লিঙ্গ-ভিত্তিক সংযুক্তি-তালিকায় উপস্থাপিত করা হল।

প্রকল্পটি বিভিন্ন প্রকল্প রূপায়ণকারী সংস্থার মাধ্যমে রূপায়ণ করা হয়েছে, সেই জন্য, মন্ত্রক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী তহবিল বরাদ্দের তথ্য-পরিসংখ্যান রক্ষা করেনি। প্রকল্পটি চালু করার পর থেকে এই পর্যন্ত ৫৬২.৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এর মধ্যে ৪৫৬.৩৯ কোটি টাকা ২০২২-২৩-এ ব্যবহার করা হয়।

সংযুক্তি-তালিকা  

চালু হওয়ার পর থেকে এই পর্যন্ত নয়া মঞ্জিল প্রকল্পের আওতায় রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল এবং লিঙ্গ-ভিত্তিক সুবিধাপ্রাপকদের সংখ্যা:

রাজ্য

পুরুষ

মহিলা

সর্বমোট

আন্দামান ও নিকোবর

১৫৪

২৫৯

৪১৩

অন্ধ্রপ্রদেশ

১৪৪

৬৮২

৮২৬

অরুণাচল প্রদেশ

৩৯৩

৪২৭

৮২০

আসাম

১৬৪১

৪২৭৬

৫৯১৭

বিহার

৪২৩৩

৪৯৮৭

৯২২০

ছত্তিশগড়

৬৬৩

১৩৭৬

২০৩৯

দিল্লি

২২৪২

১৬৪০

৩৮৮২

গোয়া

৭০

৩৪৩

৪১৩

গুজরাট

৬৭৯

২২৭৮

২৯৫৭

হরিয়ানা

২২৯১

১০৩২

৩৩২৩

হিমাচল প্রদেশ

৫৫৫

৪১৩

৯৬৮

জম্মু ও কাশ্মীর

৩১৮৭

৪৫৮০

৭৭৬৭

ঝাড়খন্ড

২৭৩৭

৪১৭৬

৬৯১৩

কর্ণাটক

৮০৫

১৫৬৩

২৩৬৮

কেরালা

৯৮৩

১০৮২

২০৬৫

মধ্যপ্রদেশ

১১৪৪

২৫০০

৩৬৪৪

মহারাষ্ট্র

১৮৫৮

৭৪৬

২৬০৪

মনিপুর

৭৭২

৬১১

১৩৮৩

মেঘালয়

১০২১

১৩৩২

২৩৫৩

নাগাল্যান্ড

৩৫৯

৪৬৭

৮২৬

ওড়িশা

৩২০

৯২০

১২৪০

পাঞ্জাব

৪৩৫০

২৮২১

৭১৭১

রাজস্থান

১৬৯৭

১০৬৯

২৭৬৬

তামিলনাড়ু

১৫৩১

১৩৭৯

২৯১০

তেলেঙ্গানা

৩২৭৩

২৬০৮‌

৫৮৭৭

ত্রিপুরা

২৬০

২৪২

৫০২

উত্তর প্রদেশ

৪৩৭৭

৬৪৬৯

১০৮৪৬

উত্তরাখণ্ড

৫৯০

৩৭৯

৯৬৯

পশ্চিমবঙ্গ

২১৫০

৩৫৮০

৫৭৩০

সর্বমোট

৪৪,৪৭৯

৫৪,২৩৩

৯৮,৭১২

   

 

SKC/SRC/KMD



(Release ID: 2003939) Visitor Counter : 43


Read this release in: English