প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁন তাঁর সম্প্রতিক ভারত সফরের ভিডিও ভাগ করে নিলেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বললেন, ‘ভারত-ফ্রান্স বন্ধুত্বকে অবশ্যই জোরদার করবে’

प्रविष्टि तिथि: 05 FEB 2024 10:36AM by PIB Agartala

নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২৪।। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁর ভারত সফর করার জন্য তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রঁন তাঁর সাম্প্রতিক ভারত সফর করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে যে এক্স পোস্ট করেছেন শ্রী মোদী তার প্রতি প্রত্যুত্তর দিয়েছেন। তিনি দিল্লিতে প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় তাঁর সাম্প্রতিক সফরের এক উজ্জ্বল ঝলকের ভিডিও দৃশ্য ভাগ করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন; “ভারত যে আপনাকে পেয়েছে এটা একটা সম্মান। রাষ্ট্রপতি @EmmanuelMacron প্রজাতন্ত্র দিবস উদযাপন কালে আপনার সফর ও অংশগ্রহণ অবশ্যই ভারত-ফ্রান্স বন্ধুত্বকে জোরদার করবে।"

*****  

SKC/SRC/KMD


(रिलीज़ आईडी: 2002539) आगंतुक पटल : 100
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English