অর্থ মন্ত্রক

নারী শক্তির জন্য মাহেন্দ্রক্ষণ

শিল্পোদ্যোগ, জীবন যাপনের সহজসাধ্যতা এবং মর্যাদা দানের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এখন মাহেন্দ্রক্ষণ অর্জন করেছে: অর্থমন্ত্রী

মহিলা শিল্পোদ্যোগীদের ৩০ কোটি মুদ্রা যোজনা ঋণ প্রদান করা হয়েছে

উচ্চ শিক্ষায় মেয়েদের নাম নিবন্ধন ২৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে

স্টেম কোর্সগুলিতে বালিকা ও মহিলাদের নিবন্ধন হয়েছে ৪৩ শতাংশ – বিশ্বে এটা অন্যতম বৃহৎ

কর্মীবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে

“তিন তালাক’-কে অবৈধ করা হয়েছে

লোকসভা ও রাজ্য সমূহের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করা হয়েছে

প্রধানমন্ত্রী আবাস যোজনা-র আওতায় মহিলাদের একক অথবা যৌথ মালিকানায় ৭০ শতাংশেরও বেশি ঘর দানের মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে

Posted On: 01 FEB 2024 3:31PM by PIB Agartala

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৪।। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রী নির্মলা সীতারমণ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন বাজেট ২০২৪-২৫ উপস্থাপন করতে গিয়ে বলেন, এই দশ বছরে শিল্পোদ্যোগ, জীবন যাপনের সহজসাধ্যতা এবং মর্যাদা দানের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এখন মাহেন্দ্রক্ষণ অর্জন করেছে৷

তিনি বলেন, মহিলা শিল্পোদ্যোগীদের ৩০ কোটি মুদ্রা যোজনা ঋণ প্রদান করা হয়েছে৷ দশ বছরে উচ্চ শিক্ষায় মেয়েদের নাম নিবন্ধন ২৮ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে৷ স্টেম কোর্সগুলিতে বালিকা ও মহিলাদের নিবন্ধন হয়েছে ৪৩ শতাংশ – বিশ্বে এটা অন্যতম বৃহৎ৷ এই সমস্ত ব্যবস্থা গ্রহণের ফলে এটাই প্রতিফলিত হচ্ছে যে কর্মীবাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে৷

অর্থমন্ত্রী পুনরায় উল্লেখ করেন, “তিন তালাক’-কে অবৈধ করা হয়েছে৷ লোকসভা ও রাজ্য সমূহের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত করা হয়েছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা-র আওতায় মহিলাদের একক অথবা যৌথ মালিকানায় ৭০ শতাংশেরও বেশি ঘর দানের মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে৷

অর্থমন্ত্রী বলেন, দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন, আমাদের চারটি প্রধান জাতের উপর আলোকপাত করতে হবে৷ “এগুলি হল, “গরিব’, “মহিলা’, “যুবক’ এবং “অন্নদাতা’ (কৃষক)৷ তাদের চাহিদা, তাদের আশা-আকাঙ্ক্ষা এবং তাদের কল্যাণকে আমরা অগ্রাধিকার দিচ্ছি৷” তিনি বলেন, তাদের যদি অগ্রগতি হয়, তাহলেই দেশের প্রগতি হয়৷ এই চার জাতের সকলের দরকার এবং সরকারও সে অনুযায়ী তাদের জীবন মানের উন্নতি সাধনে সহায়তা করছে৷ তিনি গুরুত্ব দিয়ে বলেন, তাদের ক্ষমতায়ণ ও কল্যাণ সাধন দেশকে সামনের দিকে চালিত করে৷

*****

SKC/SRC/KMD



(Release ID: 2001369) Visitor Counter : 55


Read this release in: English