প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী উপকূল রক্ষী বাহিনির সমস্ত জোয়ানদের তাদের প্রতিষ্ঠা দিবসে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন

प्रविष्टि तिथि: 01 FEB 2024 12:17PM by PIB Agartala

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২৪ (পি আই বি): প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উপকূল রক্ষী বাহিনির সমস্ত কর্মীদের প্রতি তাদের প্রতিষ্ঠা দিবসে তাঁর আন্তরিক শুভ কামনা প্রকাশ করেছেন।

এক এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;

“@indiacoastguard-এর ৪৮-তমপ্রতিষ্ঠা দিবসে আমি তাদের সমস্ত জোয়ান এবং কর্মীদের প্রতি আমার আন্তরিক শুভ কামনা ও শুভেচ্ছা জানাই। সমুদ্র অঞ্চলের নিরাপত্তা, দেশের সুরক্ষা এবং পরিবেশের জন্য পরিচর্যায় তাদের ত্যাগব্রত ও অবদান অতুলনীয়। ভারত তাদের অপরিশোধ্য নজরদারি ও সেবাকর্মের জন্য তাদের অভিবাদন জানায়।"

*****

SKC/SRC/KMD


(रिलीज़ आईडी: 2001073) आगंतुक पटल : 94
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English