প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

পরীক্ষা পে চর্চার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: প্রধানমন্ত্রী

Posted On: 27 JAN 2024 9:19PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি ২০২৪৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'পরীক্ষা পে চর্চা'য় পরীক্ষার্থী বা পরীক্ষা যোদ্ধাদের সাথে একত্রিত হওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন

তিনি পরীক্ষাকে উপভোগ্য এবং চাপমুক্ত করে তোলার জন্য পূর্ববর্তী পরীক্ষা পে চর্চার বিষয়বস্তু এবং এর ব্যবহারিক টিপসগুলিও ভাগ করে নিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ এক্স-এ একটি পোস্ট করেছেন এবং লিখেছেন:

“পরীক্ষার চাপকে পরাজিত করতে বিভিন্ন উপায়ে কৌশল তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি পরীক্ষা যোদ্ধাদের সবচেয়ে স্মরণীয়  সমাবেশ 'পরীক্ষা পে চর্চা'র জন্য।"

আসুন পরীক্ষার কণ্টকাকীর্ণ ধারণাকে সুযোগের নতুন দরজায় রূপান্তরিত করি।

*****

SKC/SP/KMD


(Release ID: 2001005) Visitor Counter : 92


Read this release in: English