প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

জাতীয় ভোটার দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

Posted On: 25 JAN 2024 12:24PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি, ২০২৪।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় ভোটার দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন;

“জাতীয় ভোটার দিবসে শুভেচ্ছা। দিনটি আমাদের প্রাণবন্ত গণতন্ত্র উদযাপনের দিন এবং যাঁরা এখনও ভোটদাতা রূপে নথিভুক্ত হননি সেইসব মানুষকে উৎসাহিত করারও দিন।

বেলা ১১টায় আমি নব মতদাতা সম্মেলনে ভাষণ দেব যেখানে সারা ভারতের প্রথমবারের ভোটদাতারা সমবেত হবেন।”

*****

SKC/KMD


(Release ID: 1999464) Visitor Counter : 109


Read this release in: English