কেন্দ্রীয় মন্ত্রিসভা

তিনটি শ্রেণীতে কয়লা/ লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পে উৎসাহ প্রদানের জন্য সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং বেসরকারি ক্ষেত্রের কয়লা/লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 24 JAN 2024 8:00PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি ২০২৪৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্তি্রসভার বৈঠকে কয়লা কিংবা গ্যাস উত্তোলন প্রকল্পে তিনটি বিভাগে মোট ৮,৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে৷

ক্যাটাগরি ১-এ, সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির জন্য ৪,০৫০ কোটি টাকার সংস্থান করা হয়েছে, যার মধ্যে ৩টি প্রকল্পকে এককালীন ১,৩৫০ কোটি টাকা বা ক্যাপেক্সের ১৫% অনুদান দেওয়া হবে।

দ্বিতীয় ক্যাটাগরিতে, বেসরকারি ক্ষেত্রের পাশাপাশি সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির জন্য ৩,৮৫০ কোটি টাকার সংস্থান করা হয়েছে, যেখানে প্রতিটি প্রকল্পের জন্য এককালীন ১,০০০ কোটি টাকা বা ক্যাপেক্সের ১৫ শতাংশ, যেটি কম দেওয়া হবে। কমপক্ষে একটি প্রকল্প শুল্ক-ভিত্তিক বিডিং প্রক্রিয়ার উপর বিড করা হবে এবং এর মানদণ্ড নীতি আয়োগের সাথে পরামর্শক্রমে ডিজাইন করা হবে।

তৃতীয় ক্যাটাগরিতে, প্রদর্শনী প্রকল্প (দেশীয় প্রযুক্তি) এবং/অথবা ছোট আকারের পণ্য-ভিত্তিক গ্যাসিফিকেশন প্ল্যান্টগুলির জন্য ৬০০ কোটি টাকার বিধান করা হয়েছে যার অধীনে ১০০ কোটি টাকা বা ক্যাপেক্সের ১৫%, যেটি কম হয়, নির্বাচিত সংস্থাকে দেওয়া হবে যাদের ন্যূনতম ক্যাপেক্স হবে ১০০ কোটি টাকা এবং ন্যূনতম উৎপাদন হবে ১৫০০ এনএম৩/ঘন্টা সিন গ্যাস।

বিভাগ ২ এবং ৩ এর অধীনে সত্তা নির্বাচন একটি প্রতিযোগিতামূলক এবং স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হবে।

নির্বাচিত সত্তাকে দুটি সমান কিস্তিতে অনুদান প্রদান করা হবে।

কয়লা সচিবের পৌরহিত্যে ইজিওএস-কে এই প্রকল্পের পদ্ধতিতে প্রয়োজনীয় যে কোনও পরিবর্তন করার সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হবে এই শর্তে যে সামগ্রিক আর্থিক ব্যয় ৮,৫০০ কোটি টাকার মধ্যে থাকবে। 

*****

SKC/SP/KMD



(Release ID: 1999328) Visitor Counter : 49


Read this release in: English