প্রতিরক্ষা মন্ত্রক
ত্রিপুরার সিপাহিজলা জেলার সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রীরা ব্রাস ব্যান্ড বিভাগে তৃতীয় স্থানে
সাধারণতন্ত্র দিবস উদযাপন ২০২৪: জাতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষিত
পাইপ ব্যান্ডে বালিকা ও বালক বিভাগে যথাক্রমে ওড়িশা ও রাজস্থানের স্কুল এবং ব্রাস ব্যান্ডে বালিকা ও বালক বিভাগে যথাক্রমে কেরালা ও সিকিম প্রথম হয়েছে
Posted On:
23 JAN 2024 11:18AM by PIB Agartala
নয়াদিল্লি, ২৩ জানুয়ারি।। সাধারণতন্ত্র দিবসের উদযাপনে ‘জাতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতায়’ ব্রাস ব্যান্ডে ত্রিপুরার সিপাহিজলা জেলার পাথালিয়াঘাটের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রীরা তৃতীয় স্থান অধিকার করেছে।প্রতিযোগিতায় শংসাপত্র ও ট্রফি’র সঙ্গে নগদ পুরস্কার দেওয়া হয়। তৃতীয় স্থানের জন্য ১১,০০০ টাকা পুরস্কার।
প্রতি বছরই হয় এই আয়োজন। এবার পাইপ ব্যান্ডে বালিকা ও বালক বিভাগে যথাক্রমে ওড়িশা ও রাজস্থানের স্কুল এবং ব্রাস ব্যান্ডে বালিকা ও বালক বিভাগে যথাক্রমে কেরালা ও সিকিম প্রথম স্থান পেয়েছে। প্রথম স্থানাধিকারীদের নগদ পুরস্কার ২১ হাজার টাকা। অন্যদিকে দ্বিতীয় স্থানে আছে পাইপ ব্যান্ডে বালিকা ও বালক বিভাগে যথাক্রমে গুজরাট ও অন্ধ্রপ্রদেশের স্কুল এবং ব্রাস ব্যান্ডে বালিকা ও বালক বিভাগে যথাক্রমে উত্তরপ্রদেশ ও পুদুচেরির স্কুল। দ্বিতীয় স্থানের পুরস্কার ১৬ হাজার টাকা।
সাধারণতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের যৌথ উদ্যোগে হয় প্রতিযোগিতা।বিজয়ীদের হাতে পুরস্কার, শংসাপত্র ও ট্রফি তুলে দেন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব শ্রী সঞ্জয় কুমার। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে প্রতিযোগিতার বিচারকদের মনোনয়ন করা হয়েছিল, যার মধ্যে সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার সদস্যরা ছিলেন। প্রতিযোগিতা হয়েছিল ২১ ও ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী দলগুলোর পাশাপাশি লক্ষদ্বীপের কালপেনির ‘সরকারি সর্দার প্যাটেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের’ পক্ষ থেকে বিশেষ উপস্থাপনামূলক প্রদর্শনের আয়োজন হয়েছিল।
প্রতিযোগিতা মূলত প্রথমে হয়েছিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে। সমস্ত সিবিএসই, আইসিএসই, কেভিএস, এনভিএস এবং সৈনিক স্কুলের মধ্যে হয়েছে প্রতিযোগিতা। রাজ্য স্তরের প্রতিযোগিতায় দেশজুড়ে ৪৮৬টি স্কুলের দল অংশগ্রহণ করেছিল, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১২,৮৫৭। সেখান থেকে বিজয়ীদের মধ্যে হয় জোনাল পর্যায়ের প্রতিযোগিতা। যেখানে ৭৩টি দলের ২,০০২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।চূড়ান্ত পর্বে জাতীয় স্তরে ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১৫টি দলের ৪৫৭ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দেশের সমস্ত স্কুলগুলোর ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের চেতনাকে পুনরুজ্জীবিত করা এবং তাদেরকে সামগ্রিক শিক্ষার পথে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
*****
SKC/KMD
(Release ID: 1998855)
Visitor Counter : 98