রেল মন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২৩ সালে 'ভারত গৌরব' ট্রেন ১৭২ টি ট্রিপে ৯৬,০০০ এরও বেশি পর্যটককে বহন করেছে

Posted On: 16 JAN 2024 8:56PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি ২০২৪৷৷ ভারতীয় রেল 'ভারত গৌরব' ট্যুরিস্ট ট্রেনের ব্যানারে থিম-ভিত্তিক সার্কিটে ট্যুরিস্ট ট্রেন চালানোর ধারণা চালু করেছে। থিম-ভিত্তিক এই ট্যুরিস্ট সার্কিট ট্রেনগুলির লক্ষ্য হল ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং চমৎকার ঐতিহাসিক স্থানগুলি প্রদর্শন করা। ২০২৩ সালে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১৭২টি ট্রিপে ৯৬,৪৯১ জন পর্যটককে বহন করেছে ভারত গৌরব ট্রেন। এই ট্রেনগুলি শ্রী রাম-জানকী যাত্রা: অযোধ্যা থেকে জনকপুর, শ্রী জগন্নাথ যাত্রা; "গারভি গুজরাট" যাত্রা; আম্বেদকর সার্কিট; নর্থ ইস্ট ট্যুর এর মত প্রধান পর্যটন সার্কিটগুলি কভার করেছে।

এই ট্রেনগুলির মাধ্যমে ভ্রমণকালে বিস্তৃত ট্যুর প্যাকেজ অন্তর্ভূক্ত ছিল, যেখানে আরামদায়ক ট্রেন ভ্রমণ এবং আনুষঙ্গিক অনবোর্ড পরিষেবার পাশাপাশি অফ-বোর্ড ভ্রমণ, বাসে ভ্রমণ, হোটেলে থাকা, ট্যুর গাইড, খাবার, ভ্রমণ বীমা ইত্যাদি পরিষেবা যুক্ত ছিল৷

রেলমন্ত্রক ভারত গৌরব ট্রেন প্রকল্পের আওতায় উন্নত মানের কোচ প্রদান সহ রেল-ভিত্তিক পর্যটনের মাধ্যমে অভ্যন্তরীণ পর্যটনের প্রচারে সমন্বিত জোর দিয়েছে। দেশীয় পর্যটনকে উৎসাহিত করার জন্য ভারত সরকারের 'এক ভারত শ্রেষ্ঠ ভারত' এবং 'দেখো আপনা দেশ' উদ্যোগের সাথেও এটি সামঞ্জস্যপূর্ণ।

*****

SKC/DM


(Release ID: 1996789) Visitor Counter : 86


Read this release in: English