তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের ৫৫তম সমাবর্তনে ৭০০-র বেশি শিক্ষার্থী পেলেন পিজি ডিপ্লোমা
"আরও বেশি টিআরপি অর্জনের জন্য সংবাদকে চাঞ্চল্যকর করার প্রবণতা থেকে দূরে থাকুন; সাংবাদিকতার মূল্যবোধ সংরক্ষণ করুন: শ্রী রামনাথ কোবিন্দ
Posted On:
10 JAN 2024 9:16PM by PIB Agartala
নয়াদিল্লি, ১০ জানুয়ারি ২০২৪৷৷ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের (আইআইএমসি) ৫৫তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। সমাবর্তন অনুষ্ঠানে ২০২১-২২ এবং ২০২২-২৩ ব্যাচের আইআইএমসি দিল্লি, আইআইএমসি ঢেঙ্কানাল, আইআইএমসি আইজল, আইআইএমসি অমরাবতী, আইআইএমসি কোট্টায়াম এবং আইআইএমসি জম্মুর ৭০০ জনেরও বেশি শিক্ষার্থী স্নাতকোত্তর ডিপ্লোমা লাভ করেন। শিক্ষার্থীরা হিন্দি সাংবাদিকতা, ইংরেজি সাংবাদিকতা, ওড়িয়া সাংবাদিকতা, মারাঠি সাংবাদিকতা, মালায়ালাম সাংবাদিকতা, উর্দু সাংবাদিকতা, বিজ্ঞাপন ও জনসংযোগ, রেডিও এবং টেলিভিশন সাংবাদিকতা এবং ডিজিটাল মিডিয়াতে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেছে।এছাড়া দুই ব্যাচের ৬৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের (আইআইএমসি) ৫৫তম সমাবর্তন ভাষণে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ স্নাতক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আইআইএমসির মতো প্রতিষ্ঠান থেকে স্নাতক হওয়া সাংবাদিকদের নিশ্চিত করতে হবে যে আমরা ভুয়া খবর এবং ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াই করব। তিনি বলেন, আজ যে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়ানোর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে পারে এবং 'ডিপফেকস', ভুয়া খবর এবং ভুল তথ্য সমগ্র বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি সাংবাদিকতা ও গণমাধ্যমের ক্ষেত্রে প্রবেশকারী শিক্ষার্থীদের এই চ্যালেঞ্জের মধ্যেও নাগরিকরা যাতে সঠিক তথ্য পান তা নিশ্চিত করতে এবং দ্রুত অগ্রসরমান প্রযুক্তির অপব্যবহার মোকাবেলায় পর্যাপ্ত ভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।
প্রাক্তন রাষ্ট্রপতি আরও বেশি টিআরপি অর্জনের জন্য সংবাদকে চাঞ্চল্যকর করার প্রবণতা থেকে দূরে থাকার জন্য স্নাতক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি এ ধরনের শর্টকাট ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেন এবং সাংবাদিকতার মূল্যবোধ সংরক্ষণের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন যে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার ক্ষমতা তরুণদের হাতে রয়েছে এবং তাদের এই ক্ষমতাটি বুদ্ধিমানভাবে ব্যবহার করা উচিত।
শ্রী কোবিন্দ গণযোগাযোগে শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে আইআইএমসির 'সেন্টার অফ এক্সিলেন্স' হিসাবে স্বীকৃতির কথা তুলে ধরেন। তিনি ভারতীয় সাংবাদিকতায় আইআইএমসি প্রাক্তন শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন এবং সাংবাদিকতায় ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ইনস্টিটিউটের প্রতিশ্রুতির প্রশংসা করেন।
চেয়ারপার্সন, আইআইএমসি শ্রী আর জগন্নাথন; অনুষ্ঠানে আইআইএমসি'র মহাপরিচালক ড. অনুপমা ভাটনগর এবং অতিরিক্ত মহাপরিচালক ড. নিমিশ রুস্তাগিসহ ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আইআইএমসির মহাপরিচালক ড. অনুপমা ভাটনগর প্রতিটি শিক্ষার্থীকে তাদের সামগ্রিক বিকাশের জন্য প্রয়োজনীয় ব্যাপক উন্নয়নের সুযোগ প্রদানে আইআইএমসির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
*****
SKC/DM/KMD
(Release ID: 1995011)
Visitor Counter : 80