প্রধানমন্ত্রীর দপ্তর
২০২৪ সালে তামিলনাড়ুতে এবং তরুণদের মধ্যে এই কর্মসূচির সূচনা হওয়ায় প্রধানমন্ত্রী গর্ব প্রকাশ করেছেন
Posted On:
02 JAN 2024 6:43PM by PIB Agartala
নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি ২০২৪।। প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে এবং তরুণদের মধ্যে একটি জনসভার মাধ্যমে তাঁর নতুন বছর শুরু করতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
তিরুচিরাপল্লীর ভারতীদাসন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের ছবিও শেয়ার করেন তিনি।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করে বলেছেন:
"এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ২০২৪ সালের আমার প্রথম পাবলিক প্রোগ্রাম মহান রাজ্য তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়েছে এবং তাও আমাদের যুব শক্তির মাঝে। এখানে তিরুচিরাপল্লীর ভারতীদাসন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ঝলক রয়েছে।"
SKC/DM/KMD
(Release ID: 1992539)
Visitor Counter : 84