তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

ভারত সরকারের ক্যালেন্ডার ২০২৪ এর উন্মোচন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর

বিশ্ব আজ আশার চোখে ভারতের দিকে তাকিয়ে আছে: শ্রী ঠাকুর

Posted On: 30 DEC 2023 9:07PM by PIB Agartala

নয়াদিল্লি,  ৩০ ডিসেম্বর ২০২৩।। আজ "আমাদের সংকল্প বিকাশ ভারত" শীর্ষক ভারত সরকারের  ক্যালেন্ডার ২০২৪ চালু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর। ২০২৪ সালের ক্যালেন্ডারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে জনবান্ধব নীতির নকশা এবং প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ভারতের জনগণের জীবনে যে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক রূপান্তর ঘটেছে তা চিত্রিত করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সরকারের অসংখ্য অর্জনের কথা স্মরণ করেছেন, যার সাথে সম্পর্কিত চিত্রগুলি ক্যালেন্ডারের পৃষ্ঠাগুলিতে শোভা পেয়েছে।

মন্ত্রী শ্রী ঠাকুর বলেন, আত্মনির্ভর হয়ে ওঠার পথে ভারত অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। মোবাইল ফোনের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ আজ দ্বিতীয় বৃহত্তম প্রস্তুতকারক। যে দেশ টিকা আমদানি করত, সেই দেশ এখন ভ্যাকসিন মৈত্রীর আওতায় সারা বিশ্বে ভ্যাকসিন বিতরণ করছে। ভারত আজ একটি উৎপাদন মেসিন। তিনি বলেন, যেসব জায়গায় ভারতীয়দের উপস্থিতি ছিল না, সেখানেও ভারত এখন একটি শক্তি। এর উদাহরণ দিয়ে তিনি বলেন যে ভারত আজ তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম।

শ্রী ঠাকুর বলেন, সরকার নারীর ক্ষমতায়নকে সর্বাধিক গুরুত্ব দেয় এবং এর উদাহরণ একদিকে উজ্জ্বলা যোজনা এবং অন্যদিকে ড্রোন দিদি। কৃষক কল্যাণ প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেন, বর্তমান সরকারই স্বামীনাথন কমিটির রিপোর্ট বাস্তবায়ন করেছে। কৃষকদের সমৃদ্ধির জন্য সরকার এ পর্যন্ত ২.৮ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে।

স্বচ্ছতা এবং জবাবদিহিতা সরকারের মূলমন্ত্র এবং এই নৈতিকতাই ভারতকে একসময় ভঙ্গুর পাঁচটি অর্থনীতির মধ্যে একটি থেকে আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই মূল্যবোধগুলির চেতনা একেবারে উপর থেকে প্রবাহিত হচ্ছে।

শ্রী ঠাকুর তাঁর বক্তব্যের শেষে বলেন, ২০২৩ সাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ২০২৪ সুযোগের এক নতুন ভোর বয়ে আনছে। বিশ্ব ভারতের দিকে আশার দৃষ্টিতে তাকিয়ে আছে, বিশ্ব নেতৃত্বের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে।

এই উপলক্ষে মন্ত্রী "আমাদের সংকল্প বিকাশ ভারত" থিমের উপর একটি প্রদর্শনীরও উদ্বোধন করেছেন।

তিনি বলেন, বিগত নয় বছরে ভারত সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে প্রতি মাসে নারী, যুবক, মধ্যবিত্ত, কৃষক এবং সমাজের প্রতিটি অংশের মুখে হাসি ফুটে ওঠেছে। 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস'-এর প্রতিশ্রুতি পূরণে সরকারি সংস্থা ও আধিকারিকদের নিরলস প্রচেষ্টার প্রতি এটি একটি শ্রদ্ধাঞ্জলি।

উল্লেখ্য, ক্যালেন্ডারটি আমাদের দেশের উন্নয়ন এবং অগ্রগতির দৈনিক স্মারক হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি সকলকে দৃঢ়সংকল্প, ঐক্য এবং অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং সমস্ত ভারতীয়কে সকলের জন্য একটি সমৃদ্ধ ও উন্নত ভারতের দিকে যাত্রা শুরু করতে উদ্বুদ্ধ করবে।

SKC/SP/KMD



(Release ID: 1991838) Visitor Counter : 75


Read this release in: English