সংস্কৃতিমন্ত্রক
রামকৃষ্ণ মিশনের ১২৫ বছরের স্মরণে ১২৫ টাকার স্মারক মুদ্রা এবং ডাক টিকিট প্রকাশ শ্রী অর্জুনরাম মেঘওয়ালের
Posted On:
27 DEC 2023 3:53PM by PIB Kolkata
কলকাতা ২৭ ডিসেম্বর, ২০২৩
কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং সংসদ বিষয়ক ও সংস্কৃতি প্রতিমন্ত্রী শ্রী অর্জুনরাম মেঘওয়াল হাওড়ার বেলুড়মঠে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছরের স্মরণে ১২৫ টাকার স্মারক মুদ্রা এবং একটি ডাক টিকিট প্রকাশ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, কলকাতা অঞ্চলের পোষ্ট মাস্টার জেনারেল শ্রী সঞ্জীব রঞ্জন, কলকাতা টাঁকশালের চিফ জেনারেল ম্যানেজার শ্রী রজত পাল।
অনুষ্ঠানের ভাষণে মন্ত্রী স্মারক মুদ্রা ও ডাক টিকিট প্রকাশের জন্য আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, সংগঠনের উজ্জ্বল ইতিহাসে রামকৃষ্ণ মিশন ১২৫ বছরে এক উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে, যা আধ্যাত্মিক চেতনা, সেবা এবং সামাজিক উন্নয়নের গভীরে নিহিত এক পরম্পরাকে প্রতিফলিত করে। এই মিশন এক শতাব্দীরও বেশি সময় ধরে আধ্যাত্মিক চেতনার বিকাশ, ধর্মীয় সম্প্রীতি এবং সমাজের বহুমুখী চাহিদা পূরণে কাজ করে চলেছে। মন্ত্রী জানান, তিনি প্রায়শই রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শন করেন। শ্রী মেঘওয়াল বলেন, তরুণদের মধ্যে প্রয়োজনীয় সমস্ত গুণাবলির উন্মেষ ঘটাতে এবং তাঁরা যাতে দেশের সম্পদ হয়ে উঠতে পারেন, সেজন্য স্বামী বিবেকানন্দের শিক্ষাগুলিকে সর্বাঙ্গীন এবং সম্পূর্ণ রূপ দিতে জাতীয় শিক্ষানীতি ২০২২-এ অন্তর্ভুক্ত করা হয়েছে।
রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ এই অনুষ্ঠান উদযাপনের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর পূর্তি উদযাপনে স্মারক মুদ্রা এবং ডাক টিকিট প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ-র নেতৃত্বাধীন জাতীয় রূপায়ণ কমিটিকে ধন্যবাদ জানান তিনি।
PG/SS/CS…
(Release ID: 1991076)