প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী ২ কোটি দিদির লাখপতি বানানোর স্বপ্নের উপর জোড় দেন
দেওয়াসের নারীরা নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর স্বপ্নের অংশীদার হওয়ার আশ্বাস দিয়েছেন
"আমাদের মা-বোনদের আস্থাই আমাদের রাষ্ট্রকে আত্মনির্ভর করবে"
Posted On:
27 DEC 2023 8:56PM by PIB Agartala
নয়াদিল্লী, ২৭ শে ডিসেম্বর ২০২৩।। প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সমাবেশে ভাষণ দেন।
সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরা।
মধ্যপ্রদেশের দেওয়াসের রুবিনা খান ১.৩ লক্ষ মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত এবং তার স্বনির্ভর গোষ্ঠী থেকে ঋণ নিয়ে কাপড় বিক্রির একটি ছোট ব্যবসা শুরু করেন। পরে তিনি তার পণ্য বিক্রি করার জন্য একটি পুরানো মারুতি ভ্যান কিনে নেন। এ নিয়ে প্রধানমন্ত্রী মজা করে বলেন, 'আমার তো সাইকেলও নেই।' পরে তিনি দেওয়াসে একটি দোকান নেন এবং সরকারের কাছ থেকে কাজও পান।
তারা মাস্ক, পিপিপি কিট এবং স্যানিটাইজার তৈরি করে মহামারীর সময় অবদান রেখেছিল। ক্লাস্টার রিসোর্স পার্সন (সিআরপি) হিসাবে তার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি জানান কিভাবে তিনি উদ্যোক্তা জীবনের জন্য নারীদের অনুপ্রাণিত করেছেন। ৪০টি গ্রামে দল গঠন করা হয়।
প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে প্রায় ২ কোটি দিদিদের ‘লাখপতি’ বানানোর ইচ্ছা রয়েছে তার। তিনি প্রধানমন্ত্রীকে এই স্বপ্নের অংশীদার হওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আমি চাই প্রত্যেক দিদি লাখপতি হোক’। উপস্থিত সকল মহিলারা প্রত্যেকে দিদিকে লাখপতি বানানোর অংশীদার হিসেবে সংকল্প নেন।
প্রধানমন্ত্রী তাদের আস্থার প্রশংসা করেছেন। "আমাদের মা-বোনদের আস্থা আমাদের রাষ্ট্রকে আত্মনির্ভর করে তুলবে", তিনি বলেন। শ্রীমতী খানের সফরের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন যে স্বনির্ভর গোষ্ঠীগুলি মহিলাদের জন্য আত্মনির্ভরশীলতা এবং তাদের আত্মবিশ্বাসের মাধ্যম হিসাবে প্রমাণিত হচ্ছে, প্রধানমন্ত্রী বলেন, আমাকে কমপক্ষে ২ কোটি দিদি লাখপতি তৈরি করতে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। প্রধানমন্ত্রী তাদের সন্তানদের শিক্ষিত করতে বলেছেন। তিনি জানান যে তার পুরো গ্রাম সমৃদ্ধ হয়েছে।
*****
SKC/SG/KMD
(Release ID: 1991057)
Visitor Counter : 70