প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

বিশ্বকর্মা যোজনা এবং বাজরা সম্পর্কে সচেতনতা ছড়িয়েছেন 'কুমহার' সম্প্রদায়ের মহিলা উদ্যোক্তা

আপনাদের সম্মিলিত মাতৃশক্তি আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: প্রধানমন্ত্রী

Posted On: 27 DEC 2023 8:30PM by PIB Agartala

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর ২০২৩৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে বক্তব্যও রাখেন।

সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন৷

রাজস্থানের কোটার স্বপ্না প্রজাপতি, যিনি স্বনিধি প্রকল্পের সুবিধাভোগী, তিনিও মহামারী চলাকালে মাস্ক তৈরি করে ভূমিকা রেখেছিলেন। ডিজিটাল লেনদেনের মাধ্যমে তার বেশিরভাগ ব্যবসা পরিচালনার জন্য প্রধানমন্ত্রী তার প্রশংসা করেন। স্থানীয় সাংসদ স্পিকার শ্রী ওম বিড়লাও সচেতনতা বৃদ্ধি ও প্রসারের জন্য তাঁকে উৎসাহিত করেছিলেন। স্বপ্নার গোষ্ঠীর মহিলারা বাজরা নিয়ে প্রচার ও কাজ করছেন বলে প্রধানমন্ত্রী মোদী আনন্দ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী 'কুমহার' সম্প্রদায়ের উদ্যোক্তাদের বিশ্বকর্মা প্রকল্প সম্পর্কে অবহিত করেন। তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সম্মিলিত মাতৃশক্তি আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আমি আপনাদের সকল দিদিদের কাছে অনুরোধ করছি, আপনারা মোদী কি গ্যারান্টি কি গাড়িকে সফল করে তুলুন।

 *****

SKC/SP/KMD


(Release ID: 1991051) Visitor Counter : 96


Read this release in: English