তথ্য ও সম্প্রচার মন্ত্রক"

বিকশিত ভারত সংকল্প যাত্রা: অন্নদাতাদের ক্ষমতায়ন

Viksit Bharat Sankalp Yatra: Empowering Annadatas

Posted On: 22 DEC 2023 9:34PM by PIB Agartala

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর ২০২৩৷৷ বিকশিত ভারত সংকল্প যাত্রার (ভিবিএসওয়াই) মাধ্যমে, ভারত সরকার প্রতিটি যোগ্য ব্যক্তির দোরগোড়ায় কল্যাণমূলক প্রকল্পগুলি পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। যাত্রায় অন্তর্ভুক্ত তথ্য, শিক্ষা ও যোগাযোগ (আইইসি) ভ্যানগুলি নগর থেকে শহর, গ্রাম থেকে গ্রামে সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে। আইইসি ভ্যানগুলি এখনও পর্যন্ত এক লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে। এছাড়াও, ২২ শে ডিসেম্বর, ২০২৩ (দুপুর ০২:৩০ টা) পর্যন্ত প্রায় ৪.৫ কোটি মানুষ ভিবিএসওয়াইতে অংশ নিয়েছে এবং ৩ কোটিরও বেশি মানুষ একটি উন্নত ভারত গড়ার অঙ্গীকার করেছে।

১৫ নভেম্বর ২০২৩ ঝাড়খন্ডের খুন্তি থেকে শুরু হওয়া বিকশিত ভারত সংকল্প যাত্রা কৃষকদের জন্য বিশেষভাবে উপকারী বলে প্রমাণিত হচ্ছে। এই যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলার ওপর বিশেষ জোর দিচ্ছে। এই জনসচেতনতামূলক প্রচারণার সাহায্যে সরকার কৃষকদের জন্য বীজ থেকে বাজারে যাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উত্তরপ্রদেশের আজমগড়ের কৃষক জনক যাদব এবং বিহারের সাহারসা জেলার ভেলাহি পঞ্চায়েতের বাসিন্দা নাসিরুদ্দিন জানিয়েছেন, তাঁরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (পিএম-কিসান) সুবিধা পাচ্ছেন। উভয় কৃষকই "পিএম-কিষান" প্রকল্পটিকে কৃষকদের জন্য খুব উপকারী এবং ভাল প্রকল্প হিসাবে বর্ণনা করেছেন।

কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কৃষকদের প্রযুক্তির সাথে সংযুক্ত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাত্রা চলাকালীন, কৃষিজমিতে সার এবং কীটনাশক স্প্রে করার জন্য ড্রোনের ব্যবহার এবং ড্রোন ব্যবহার করে কীভাবে ফসল পরীক্ষা করা যায় তা দেখানোর জন্য প্রচারাভিযান জুড়ে সরাসরি প্রদর্শন অনুষ্ঠিত হচ্ছে। আসামের বাকসা জেলায়ও একই ধরনের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল যেখানে কৃষকদের ড্রোন দিয়ে ফসল পর্যবেক্ষণ করতে শেখানো হয়েছিল।

প্রদর্শন দেখার পর কৃষক রনিত সিং ব্রহ্মা সন্তোষ প্রকাশ করে বলেন, 'আজ আমরা ড্রোনকে আমাদের সরিষার ফসল পরীক্ষা করতে দেখেছি, এবং আমরা তাদের দক্ষতা দেখে মুগ্ধ হয়েছি। এটি আমাদের উপলব্ধি করেছে যে এই প্রযুক্তি গ্রহণ করার ফলে সময় সাশ্রয় করতে পারে এবং শ্রম ব্যয় হ্রাস করতে পারে।

উত্তর প্রদেশের বলরামপুর জেলার বাসিন্দা শ্রী রাম গোপাল চৌধুরী কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা এজেন্সি (এটিএমএ) প্রকল্পের অধীনে প্রশিক্ষণ গ্রহণের ভিবিএসওয়াই প্রচারাভিযানের সময় তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। কৃষি কাজের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে তাকে অবহিত করা হয়েছিল যা তাকে তার আয় বাড়াতে এবং শ্রম ব্যয় সাশ্রয় করতে সহায়তা করেছিল।

 

সূত্র:

  1. https://viksitbharatsankalp.gov.in/video
  2. https://x.com/PIBHindi/status/1732769662222364696?s=20
  3. https://x.com/airnewsalerts/status/1726507738816270623?s=20
  4. https://x.com/DDNewslive/status/1732297941518626894?s=20
  5. https://viksitbharatsankalp.gov.in/

*****

SKC/SP/KMD



(Release ID: 1989749) Visitor Counter : 59


Read this release in: English