বাণিজ্য ও শিল্প মন্ত্রক
শিল্প সম্পত্তি অধিকারের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ভারত ও ইতালির মধ্যে সমঝোতা স্মারক অনুমোদন করল মন্ত্রিসভা
Posted On:
15 DEC 2023 8:17PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর ২০২৩৷৷ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ এবং শিল্প সম্পত্তি সুরক্ষার অধিকার-ইতালীয় পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসের ডিরেক্টর জেনারেলের মধ্যে শিল্প ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ইতালি সরকারের মেড ইন ইতালির মধ্যেকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে।
এই সমঝোতা স্মারক অংশগ্রহণকারীদের মধ্যে একটি প্রক্রিয়া প্রতিষ্ঠা করবে যা তাদের এই ক্ষেত্র সম্পর্কিত আইপি এবং তথ্য প্রযুক্তি পরিষেবাদির ক্ষেত্রে সহযোগিতা কার্যক্রম বিকাশের অনুমতি প্রদান করবে৷
এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য হ'ল উদ্যোগগুলি, বিশেষত স্টার্ট-আপ এবং এসএমইগুলিকে জাতীয় এবং আন্তর্জাতিক আইপিআর সিস্টেমগুলিতে অ্যাক্সেস এবং অংশগ্রহণে সহায়তা করা। এই সমঝোতা স্মারকটি আইপিআর অ্যাপ্লিকেশনগুলির প্রক্রিয়াকরণ, আইপি সচেতনতা বৃদ্ধি, আইপিআর বাণিজ্যিকীকরণ এবং প্রয়োগকে উৎসাহিত করার সাথে সম্পর্কিত পদ্ধতিগুলি সহজতর করার চেষ্টা করবে৷
সমঝোতা স্মারকের আওতায় কার্যক্রমসমূহ অংশগ্রহণকারীদের এককভাবে বা যৌথভাবে আয়োজিত প্রোগ্রাম ও ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে আইপিআরের ক্ষেত্রে সর্বোত্তম অনুশীলন, অভিজ্ঞতা এবং জ্ঞান বিনিময় ও প্রচারের সুযোগ প্রদান করবে।
*******
SKC/DM/KMD
(Release ID: 1987075)
Visitor Counter : 48