উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক
নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম
Posted On:
14 DEC 2023 5:16PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর ২০২৩৷৷ সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে চিহ্নিত ক্ষেত্রগুলিতে পরিকাঠামো উন্নয়নে সহায়তা করছে। প্রতিষ্ঠার পর থেকে, সমস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য এনএসআইডি প্রকল্পের অধীনে ৬১৮০.২৩ কোটি টাকার মোট ১৮১ টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মধ্যে ৯৫৬.৭৭ কোটি টাকার ২৫ টি প্রকল্প সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট প্রকল্পগুলি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিমের (এনইএসআইডিএস) আওতায় বাজেট বরাদ্দ এবং তহবিলের ব্যবহারের বিশদ বিবরণ নিম্নরূপ-
|
এনইএসআইডি প্রকল্পের অধীনে শুরু থেকে অর্থ বরাদ্দ এবং এর ব্যবহার
|
|
(কোটি টাকার হিসেবে)
|
|
বছর
|
এনইএসআইডিএস’র বরাদ্দ
|
এনইএসআইডিএস’র ব্যয়
|
|
২০১৮-১৯
|
১৩২.০০
|
০.০০
|
|
২০১৯-২০
|
৫৪৯.৬৫
|
৮৮.১৬
|
|
২০২০-২১
|
৪২০.৭০
|
২৭৮.১৪
|
|
২০২১-২২
|
৬২৭.৪৮
|
৪১১.০৫
|
|
২০২২-২৩
|
৬১৬.২৪
|
৫৪৪.২৬
|
|
২০২৩-২৪
|
১৭৮৮.০০
|
২৪২.৭৫
|
|
মোট
|
৪১৩৪.০৭
|
১৫৬৪.৩৬
|
আজ রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা।
*****
SKC/DM/KMD
(Release ID: 1986568)
Visitor Counter : 61