তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
বিকশিত ভারত সংকল্প যাত্রায় নাগরিক অংশগ্রহণ ২ কোটি ছাড়িয়েছে; মাত্র ৭ দিনে সংখ্যা দ্বিগুণ, যাত্রায় যোগ দিলেন আরও ১ কোটি
प्रविष्टि तिथि:
14 DEC 2023 4:35PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর ২০২৩৷৷ জনসমর্থনের এক অসাধারণ প্রদর্শন হিসেবে বিকশিত ভারত সংকল্প যাত্রা এক মাসেরও কম সময়ের মধ্যে ২ কোটি অংশগ্রহণকারীকে অতিক্রম করে একটি স্মরণীয় মাইলফলকে পৌঁছেছে। সম্পৃক্ততার এই অভূতপূর্ব উত্থান যাত্রার গভীর প্রভাব এবং উন্নয়নের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করার অবিশ্বাস্য ক্ষমতাকে তুলে ধরেছে।

যাত্রার ক্রমবর্ধমান গতি এই বিষয়টি থেকে অনুমান করা যেতে পারে যে প্রথম কোটির মাইলফলকটি ২২ দিনে স্পর্শ করা হয়েছিল এবং পরের কোটিতে মাত্র ৭ দিন সময় লেগেছে। প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে, যাত্রার প্রসার প্রসারিত হচ্ছে এবং জনসাধারণের কাছ থেকে শক্তিশালী গতি বজায় রেখে ব্যাপক ইতিবাচক সাড়া পেতে চলেছে।

এই যাত্রা প্রায় ৬০,০০০ গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে, যা দেশের প্রতিটি কোণে অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। অল্প সময়ের মধ্যেই ১.৬ কোটিরও বেশি নাগরিক সংকল্প গ্রহণ করে ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। যাত্রার "মেরি কাহানি, মেরি জুবানি" উদ্যোগের অংশ হিসাবে, ১.৩০ কোটিরও বেশি মানুষ তাদের ব্যক্তিগত বিবরণ ভাগ করে নিয়েছেন, দেশব্যাপী নাগরিকদের বিভিন্ন অভিজ্ঞতা এবং আকাঙ্ক্ষাগুলি তুলে ধরেছেন।

নাগরিকদের কল্যাণকে যাত্রার অন্যতম মূল থিম হিসাবে বিবেচনা করে, সারা দেশে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে এবং এখন পর্যন্ত ৪২ লক্ষেরও বেশি লোকের স্ক্রিনিং করা হয়েছে।

গত ১৫ নভেম্বর ঝাড়খন্ডের খুন্তি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছিলেন, তা সারা ভারতের নাগরিকদের সঙ্গে গভীর সংযোগ গড়ে তুলছে। এই উচ্চাভিলাষী উদ্যোগের লক্ষ্য হল সরকার ও জনগণের মধ্যে ব্যবধান কমানো, সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও বিকশিত ভারতের ভিত্তি স্থাপন করা।

*****
SKC/DM/KMD
(रिलीज़ आईडी: 1986564)
आगंतुक पटल : 141
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English