পরমাণুশক্তিদপ্তর
ক্যান্সার রোগীদের পথ্য ‘অ্যাক্টোসাইট’ তৈরি করলো আণবিক শক্তি দপ্তর
प्रविष्टि तिथि:
13 DEC 2023 6:43PM by PIB Kolkata
মুম্বাই, ১৩ ডিসেম্বর, ২০২৩
ক্যান্সার রোগীদের রেডিও থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবিলায় আণবিক শক্তি দপ্তর এবং বেঙ্গালুরুর মেসার্স আইডিআরএস ল্যাবস্ প্রাইভেট লিমিটেড যৌথভাবে তৈরি করেছে অ্যাক্টোসাইট ট্যাবলেট। মুম্বাইয়ের ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার, টাটা মেমোরিয়াল হসপিটাল, নভি মুম্বাইয়ের অ্যাডভান্সড্ সেন্টার ফর ট্রেনিং রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার সহায়তা করেছে আইডিআরএস ল্যাবস্-কে।
এই অ্যাক্টোসাইট ট্যাবলেটের কার্যকারিতা ভালোভাবেই বোঝা গেছে। বিশেষ করে, পেলভিক ক্যান্সারে আক্রান্তদের রেডিওথেরাপির ফলে মুত্রে রক্ত মিশে যাওয়ার যে প্রবণতা থাকে, তার মোকাবিলায় এই ট্যাবলেট ভালো ফল দিয়েছে। মুত্র থলির কেটে বাদ দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে না।
এই ট্যাবলেট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস্ অথরিটি অফ ইন্ডিয়া’র অনুমোদন পেয়েছে। আগামী বছরের জানুয়ারী মাসেই বাজারে পাওয়া যাবে এই ট্যাবলেট।
ক্যান্সার রোগীদের বাস্তব সমস্যার মোকাবিলায় বৈজ্ঞানিক উদ্ভাবনের ফলিত প্রয়োগের এ এক অনন্য উদাহরণ।
PG/AC/SB
(रिलीज़ आईडी: 1986196)
आगंतुक पटल : 137