কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতি বিন্দুতে আরো ফসল

Posted On: 12 DEC 2023 5:20PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত কৃষি ও কৃষককল্যাণ দপ্তরের ‘পার ড্রপ মোর ক্রপ’ (প্রতি বিন্দুতে আরো ফসল) প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষ থেকে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ক্ষুদ্র সেচের বিভিন্ন পন্থাপদ্ধতি যেমন, বিন্দু সেচ ও ফোয়ারা সেচ পদ্ধতি অবলম্বন করে কম জলে বেশি ফসল উৎপাদনই এর মূল উদ্দেশ্য।  

এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৫৫ শতাংশ এবং অন্য কৃষকদের ৪৫ শতাংশ আর্থিক সহায়তা দেওয়া হবে। কৃষকদের ক্ষুদ্র সেচ প্রকল্পে উৎসাহিত করতে কোনো কোনো রাজ্য এই প্রকল্পে অতিরিক্ত আর্থিক সহায়তা দিয়ে থাকে। হিমালয় সন্নিহিত এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য সেচ প্রকল্পে ব্যয় হওয়া মোট অর্থের ২৫ শতাংশ ভর্তুকি বাবদ দেওয়া হয়। এই প্রকল্পে যুক্ত হতে মুদ্রণ এবং বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া ছাড়াও পুস্তিকা এবং লিফলেটের মাধ্যমে নানা তথ্য দেওয়া হয়, যাতে কৃষকদের উৎসাহিত হন। প্রকল্প বাস্তবায়নে অর্থ যাতে অন্তরায় না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকার নাবার্ডের সঙ্গে যৌথভাবে মাইক্রো ইরিগেশন ফান্ড গঠন করেছে। ৫ হাজার কোটি টাকার এই তহবিল থেকে রাজ্যগুলি ক্ষুদ্র সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য ঋণ নিতে পারবে। ২০১৫-১৬ অর্থবর্ষ থেকে এ পর্যন্ত দেশে ৮৩ লক্ষ ৬ হাজার হেক্টর জমিকে ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় আনা হয়েছে। 

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ ব্যয়সাশ্রয়ী ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সেচের কাজ করার জন্য বিভিন্ন পন্থা উদ্ভাবন করেছে। গত তিন বছরে ‘পার ড্রপ মোর ক্রপ’ প্রকল্পে দেশে ৩০ লক্ষ ৫৫ হেক্টর জমি ক্ষুদ্র সেচের আওতায় এসেছে। রাজ্যগুলি প্রকল্প বাস্তবায়নের জন্য এ পর্যন্ত ১৮ হাজার ৭১৮ কোটি টাকার বেশি কেন্দ্রীয় সহায়তা পেয়েছে। 

লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা।

PG/CB/DM


(Release ID: 1985766) Visitor Counter : 109


Read this release in: English , Urdu , Hindi