প্রধানমন্ত্রীর দপ্তর
শ্রী প্রণব মুখার্জির জন্ম জয়ন্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য অর্পন
Posted On:
11 DEC 2023 12:33PM by PIB Agartala
য়াদিল্লি, ১১ ডিসেম্বর ২০২৩।। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জির জন্ম বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স-এ প্রধানমন্ত্রী পোস্ট করেছেন;
"শ্রী প্রণব মুখার্জির জন্ম জয়ন্তি উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাঁর রাষ্ট্রনায়কত্ব ও বৌদ্ধিক মেধার গভীরতা আমাদের দেশ ও জাতির গতিধারাকে সুস্পষ্টভাবে রূপদান করেছিল। তাঁর অন্তর্দৃষ্টি ও নেতৃত্ব ছিল অমূল্য, এবং ব্যক্তিগত পর্যায়ে আমাদের মতামত বিনিময় ছিল নিয়ত সমৃদ্ধ। তাঁর ত্যাগব্রত ও জ্ঞানবীক্ষা প্রগতির লক্ষ্যে আমাদের যাত্রাপথে চিরকাল এক দিকনির্দেশক শক্তি হয়ে থাকবে।"
SKC/SRC
(Release ID: 1984900)
Visitor Counter : 97