তথ্যওসম্প্রচারমন্ত্রক
অরুণাচল প্রদেশের লকর পালেং প্রধানমন্ত্রীকে বিভিন্ন সরকারি প্রকল্প কিভাবে তাঁর জীবনে পরিবর্তন নিয়ে এসেছে, সে সম্পর্কে জানিয়েছেন
Posted On:
30 NOV 2023 1:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ নভেম্বর, ২০২৩
অরুণাচল প্রদেশের পার্বত্য গ্রাম নামসাই – এর বাসিন্দা শ্রী লকর পালেং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সিং – এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রায় মতবিনিময় করেছেন।
শ্রী পালেং কৃতজ্ঞ চিত্তে ‘জয় হিন্দ’ বলে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় শুরু করেন। প্রত্যন্ত অঞ্চলের এই বাসিন্দার পাকা বাড়ি কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার পূরণের নিদর্শন। তিনি প্রধানমন্ত্রীকে গৃহ নির্মাণে সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর গ্রামের মানুষদের জীবনযাত্রায় বিরাট এক পরিবর্তন নিয়ে এসেছে জল জীবন মিশন। সেই প্রসঙ্গ উল্লেখ করে নামসাই – এর বাসিন্দা বলেন, এক সময় জলবাহিত ভাইরাসের কারণে তাঁদের গ্রামে নানাধরনের অসুখ লেগেই থাকতো। অপরিচ্ছন্ন স্থান থেকে তাঁরা জল আনতে বাধ্য হতেন। কিন্তু, এখন গ্রামের প্রতিটি বাড়িতে নলবাহিত জল সরবরাহ নিশ্চিত হয়েছে। তাঁদের গ্রামে কাউকেই আর দূর থেকে জল আনতে হয় না।
শ্রী পালেং – এর কথায় আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী নামসাই গ্রামের প্রত্যেকের আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি জানতে চান, বিকশিত ভারত সংকল্প যাত্রা সম্পর্কে শ্রী পালেং অবগত আছেন কিনা। শ্রী পালেং বলেন, তিনি তাঁর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে এই কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে সংকল্প নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে তিনি সচেষ্ট থাকবেন বলে জানান। প্রধানমন্ত্রী নামসাই গ্রামের এই বাসিন্দাকে ৫টি দল তৈরি করার দায়িত্ব দেন। এই দলের সদস্যরা আশেপাশের ৫টি গ্রামে বিকশিত ভারত সংকল্প যাত্রার বার্তা প্রচার করবেন এবং নিজ নিজ গ্রামে প্রচার গাড়িকে স্বাগত জানাবেন।
১৫ নভেম্বর ঝাড়খন্ডের খুঁটিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির সূচনা করেন। বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রী পালেং – এর মতবিনিময়, এই কর্মসূচির সাফল্যের দিকটি নিশ্চিত করে, যার মূল উদ্দেশ্য সরকারের সঙ্গে জনসাধারণের সেতুবন্ধ তৈরি করা।
PG/CB/SB…
(Release ID: 1981787)
Visitor Counter : 90