তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকশিত ভারত সংকল্প যাত্রা জনগণের বিপুল সমর্থন পেয়েছে

Posted On: 20 NOV 2023 6:02PM by PIB Kolkata

শিলং, ২০ নভেম্বর, ২০২৩

 

বিকশিত ভারত সংকল্প যাত্রা চলছে দেশব্যাপী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের বিষয়ে জনগণকে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেঘালয়েও এই কর্মসূচি জোর কদমে চলছে। পূর্ব গারো পার্বত্য জেলার সংগসাক ব্লকের ককসি সংমা ও ককসি সংগীতালে জনগণের বিপুল সমর্থন পেয়েছে এই যাত্রা। 

সুবিধাভোগীদের প্রধানমন্ত্রী জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী প্রণাম, উজ্জ্বলা যোজনা, জনৌষধী, খেলো ইন্ডিয়া এবং কৃষকদের সুবিধার্থে নানা প্রকল্পের বিষয়ে সচেতন করা হচ্ছে। পশ্চিম পার্বত্য জয়ন্তিয়া জেলাতেও নানা স্থানে আইইসি ভ্যান ঘুরে বেড়াচ্ছে। বিতরণ করা হচ্ছে ক্যালেন্ডার, প্রচারপত্র ইত্যাদি। 

মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার তিনটি বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র ভ্যালির ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড (বিভিএফসিএল) ড্রোনের মাধ্যমে প্রচার চালায়। এতে কৃষি উৎপাদন বাড়াতে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। 

এই বিকশিত ভারত সংকল্প যাত্রা মেঘালয়ের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও ব্লকে ব্লকে চলছে। সরকার এবং সাধারণ নাগরিকের মধ্যে দূরত্ব কমাতে ও সেতু বন্ধনে এর বিশেষ ভূমিকা রয়েছে। জনগণ ও সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত হচ্ছেন। 
    


PG/PM/NS…


(Release ID: 1978533) Visitor Counter : 123


Read this release in: English , Urdu , Hindi